শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > জেরুজালেম আমাদের শহর: এরদোগান

জেরুজালেম আমাদের শহর: এরদোগান

শেয়ার করুন

অনলাইন ডেস্ক ॥
ইহুদিদের অটোমান সাম্রাজ্যের কথা মনে করিয়ে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, জেরুজালেম আমাদের শহর।

দেশটির পার্লামেন্টে দেয়া দীর্ঘ এ বক্তৃতায় তিনি আরও বলেন, ১৫১৭ সাল থেকে ১৯১৭ সাল পর্যন্ত দীর্ঘ চার শতাব্দী আমরা ওই অঞ্চল শাসন করেছি। জেরুজালেমে আমরা নগরী প্রতিষ্ঠা করেছি। এটি আমাদের শহর, ফিলিস্তিনি ভাইদের শহর। খবর জেরুজালেম পোস্টের।

পার্লামেন্টের ওই অধিবেশনে গত বৃহস্পতিবার এরদোগান আরও বলেন, আমাদের সবার উচিত দখলদার ইহুদিদের নির্যাতন থেকে অসহায় ফিলিস্তিনিদের রক্ষা করা।

অটোমান সম্রাট সুলতান সোলেইমানের শাসনামলে (১৫২০-১৫৬৬) জেরুজালেমকে আধুনিক নগরীতে পরিণত করা হয়েছিল। সেখানে দামি পাথরের প্রাচীর, হাটবাজার ও বহু স্থাপনা নির্মাণ করা হয়।