বুধবার , ১৭ই এপ্রিল, ২০২৪ , ৪ঠা বৈশাখ, ১৪৩১ , ৭ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > ‘জড়িতরা প্রাপ্য সাজা পাক’

‘জড়িতরা প্রাপ্য সাজা পাক’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
হোসেনী দালানে জঙ্গি সংগঠন জেএমবি গ্রেনেড হামলায় দুইজন নিহত ও শতাধিক আহত হয়েছিলেন। পাঁচ বছর হয়ে গেলেও এখনও সম্পন্ন হয়নি সেই মামলার বিচার।

এ মামলার বিষয়ে জানতে চাইলে তাজিয়া মিছিলের সময় হোসেনী দালান ইমামবাড়ার তত্ত্বাবধায়ক এম এম ফিরোজ হোসেন বলেন, ‘প্রার্থনা করি বিচার তাড়াতাড়ি শেষ হোক, জড়িতরা প্রাপ্য সাজা পাক।’

করোনা মহামারীর কারণে এবার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল হোসেনী দালান চত্বরেই হয়। সকাল ১০টায় বের হয় মিছিল। ২০১৫ সালে বোমা হামলার বিষয়ে জানতে চাইলে ইমামবাড়ার তত্ত্বাবধায়ক বলেন, ‘২০১৫ সালে যে বোমা বিস্ফোরণ হয় সেটার বিচার অদ্যাবধি চলছে। এখনও এটা প্রক্রিয়াধীন আছে। ২০২০ সালে এসে আমরা আশা করি যাতে এই বিচার অতি তাড়াতাড়ি সম্পন্ন হয় এবং যারা এটা করেছে তাদের প্রাপ্য সাজাটা হোক। এই প্রার্থনা আমরা করি।’

ফিরোজ হোসেন বলেন, ‘আমরা আশা করি আগামীতে সেই পুরনো ঐতিহ্যে ফিরে যাব ইনশাআল্লাহ। তাজিয়া মিছিলে যা থাকে এবার তার সবকিছুই আছে। স্বাস্থ্যবিধি মেনেই আমরা সবকিছু করার চেষ্টা করছি।’

‘আমরা আমাদের মতো চেষ্টা করছি স্যানিটাইজ করে ভেতরে প্রবেশ করানোর জন্য, সবাই যাতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করে সেটা দেখছি।’

তত্ত্বাবধায়ক আরও বলেন, ‘অন্যান্য বছরের মতো এবারও নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা পেয়েছি, আমরা এ ব্যাপারে সন্তুষ্ট।’