শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > বিনোদন > জয়ার ‘ভালোবাসার শহর’ ঢাকা নাকি কলকাতা?

জয়ার ‘ভালোবাসার শহর’ ঢাকা নাকি কলকাতা?

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥
নাটক ও চলচ্চিত্রের গুণী অভিনেত্রী জয়া আহসান। অভিনয় দ্যুতি ছড়িয়েছেন পাশের দেশ ভারতেও। কাজের খাতিরে কখনো ঢাকা কখনো কলকাতায় থাকতে হচ্ছে তাকে। দুই শহরেই রয়েছে তার ভক্ত-অনুরাগী ও ভালোবাসার মানুষ। জয়ার ভালোবাসার শহর এবার উঠে এসেছে তারই চলচ্চিত্রে।
৩০ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় অনলাইনে মুক্তি পেলো জয়া আহসান অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ভালোবাসার শহর।
ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত ৩০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। চরিত্রটির নাম অন্নপূর্ণা দাশ। প্রান্তিক জনগোষ্ঠীর এক সংগ্রামী নারীর গল্প বলা হয়েছে ছবিটিতে।
কলকাতার বিভিন্ন স্থানে চিত্রায়িত হয়েছে ছবির দৃশ্যগুলো। জয়ার মতে, এটি শুধু কলকাতা-ঢাকা নয়, পৃথিবীর যে কোনও শহরের গল্প।
বাংলাদেশ ও ভারত ছাড়াও পৃথিবীর অন্য দেশের দর্শকদের জন্য ছবিটি মুক্তি দেওয়া হয়েছে অনলাইন প্লাটফর্ম ভিমোতে।
১ জুলাই জয়ার জন্মদিন। বিশেষ দিনটির একদিন আগেই ভক্তদের উপহার দিয়েছেন পছন্দের ছবি। এ কারণেও উচ্ছ্বসিত জয়া।