শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > খেলা > জয়ের সুবাস পাচ্ছে ইংলিশরা

জয়ের সুবাস পাচ্ছে ইংলিশরা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥  অ্যাশেজের প্রথম টেস্টে জয়ের সুবাস পাচ্ছে স্বাগতিক ইংল্যান্ড। ইংল্যান্ডের বেঁধে দেয়া ৩১১ রানের জবাবে চতুর্থ দিন শেষে ১৭৪ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া ।

৩১১ রানে টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা উড়ন্তই ছিল অসিদের। উদ্বোধনী জুটিতে আসে ৮৪ রান। আর দলীয় ৮৪ রানেই ইংলিশদের কাছে ধরা দেন ওয়াটসন। বিদায় নেয়ার আগে ৪৫ রান করেন  তিনি। এরপর ১১১ রানে আবারও অসিদের প্রতিরোধে আাঘাত হানে ইংলিশরা। জেমস অ্যান্ডারসনের বলে এবার বিদায় নেন এড কাওয়ান। আর পরই আসা যাওয়া খেলা মেতে উঠে অসিরা। একে একে বিদায় নেন ক্রিস রজার্স (৫২), মাইকেল কার্ক (২৩), স্টিভেন স্মিথ (১৭) ও ফিলিপ হিউজ (০)। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৭৪ রানে চতুর্থ দিন শেষ করেছে সফরকারী অস্ট্রেলিয়া।

ক্রিজে আছেন ব্র্যাড হ্যাডিন (১১*) ও অ্যাস্টন অ্যাগার (১*)। জয়ের জন্য এখনও দরকার ১৩৭ রান। ইংলিশদের পে ব্রড ও সোয়ান দুটি করে উইকেট নিয়েছেন।

এরআগে টেন্ট ব্রিজে ৬ উইকেটে ৩২৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। তৃতীয় দিন ইংলিশদের রানের চাকা সচল রেখেছেন ইয়ান বেল ও স্টুয়ার্ট ব্রড। বেল অপরাজিত ছিলেন ৯৫ রানে আর ব্রড ছিলেন ৪৭ রানে। তবে চতুর্থ দিন আর টিকতে পারেননি এ দু’জন। বিদায় নেয়ার আগে বেল করেছেন ১০৯ রান। আর ব্রড করেছেন ৬৫। এ দু’জনের বিদায়ের পর বেশি দীর্ঘায়িত হয়নি ইংলিশদের ইনিংস। শেষ পর্যন্ত ৩৭৫ রানে দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে স্বাগতিকদের।

স্কোর:
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২১৫/১০ (ট্রট ৪৮, বেয়ারস্টো ৩৭; সিডল ৫/৫০, প্যাটিনসন ৩/৬৯)
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৩৭৫/১০ (বেল ১০৯, ব্রড ৬৫, পিটারসেন ৬৪; স্টার্ক ৩/৮১, সিডল ৩/৮৫)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৮০/১০ (অ্যাগার ৯৮, হিউজ ৮১*, স্মিথ ৫৩; অ্যান্ডারসন ৫/৮৫, সোয়ান ২/৬০)
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ১৭৪/৬ (রজার্স ৫২, ওয়াটসন ৪৬; ব্রড ২/৩৪, সোয়ান, ২/৬৪ )