শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > জয়ে ফিরল মাশরাফির মোহামেডান

জয়ে ফিরল মাশরাফির মোহামেডান

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে টানা তিন ম্যাচ জিতে আকাশে উড়ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু হঠাৎ করেই পথ হারিয়ে ফেলেছিল তারা। সর্বশেষ তিনটি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের শেষদিকে নেমে যায়। তবে সপ্তম রাউন্ডে এসে আবারও জয়ের মুখ দেখল মোহামেডান। সোমবার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৪২ রানে চতুর্থ জয় পেল মাশরাফি মুর্তজার দল।

মোহামেডান স্পোর্টিং ক্লাব: ২৪০/১০ (৫০ ওভার)
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব: ১৯৮/১০ (৪৫.১ ওভার)
ফল: মোহামেডান জয়ী ৪২ রানে

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠায় ভিক্টোরিয়া। এজাজ আহমেদ ও রাজিন সালেহর ৬৩ রানের উদ্বোধনী জুটিতে শুভ সূচনা হয় ব্যাটিং দলের। রাজিন ২৫ রানে সৌম্য সরকারের এলবিডব্লু’র ফাঁদে পড়েন।

ব্যক্তিগত ৪৪ রানে কয়েক ওভার পড়ে রান আউট হন এজাজ। শামসুর রহমানকে নিয়ে উপুল থারাঙ্গা ৭৮ রানের সেরা জুটি গড়েন। কিন্তু এই জুটি ভেঙে ব্রেক থ্রু আনেন ভিক্টোরিয়া অধিনায়ক মনির হোসেন। শামসুর ৪৪ রানে আউট হন। উপুল ইনিংস সর্বোচ্চ ৭৩ রান করে দলীয় ইনিংসে সবচেয়ে বড় অবদান রাখেন। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন এই লঙ্কান।

মনির বল হাতে চার উইকেট দখলে নেন। ভিক্টোরিয়ার পক্ষে একটি করে পেয়েছেন সাজেদুল ইসলাম, সালিকা করুনানায়েক ও সৌম্য।

দলীয় ২৪ রানের মধ্যে ভিক্টোরিয়ার মায়শুকুর রহমান (৫) ও সালিকার (২) উইকেট নিয়ে মোহামেডানের ফিল্ডিংয়েও দারুণ সূচনা দেন অসিলা গুনারতেœ। দলে আরও ৪০ রান যোগ হতে মুক্তার আলীর কাছে উইকেট বিলিয়ে দেন রাসেল আল মামুন (৩২) ও খালেদ বিলাল (১৪)।

৬৪ রানের মধ্যে ভিক্টোরিয়ার চার উইকেট খোঁয়া গেলে মিলিন্দা শ্রীবর্দনা ও সৌম্য হাল ধরেছিলেন। মাশরাফি ৯৫ রানের এই সেরা জুটি ভাঙলে আর উঠে দাঁড়াতে পারেনি তারা। সৌম্য ইনিংস সেরা ৫৭ ও মিলিন্দা দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রানে মোহামেডান অধিনায়কের কাছে উইকেট হারান।

প্রতিপক্ষকে গুটিয়ে দিতে বাকি কাজ সারেন মুরাদ খান। ভিক্টোরিয়ার অবশিষ্ট তিন উইকেট তুলে নেন তিনি। এদিন মোহামেডানের পক্ষে সেরা উইকেট শিকারী মুরাদ। দুটি করে পেয়েছেন মাশরাফি, অসিলা ও মুক্তার।