শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > ঝিনাইদহ শ্রমিক নেতা খুন

ঝিনাইদহ শ্রমিক নেতা খুন

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ ॥ শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব নিয়ে দ্বন্দের জের ধরে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় সোমবার ভোরে ঝিনাইদহ বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা আব্দুল গফ্ফার বিশ্বাস (৪৩) কে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের মৃত বাবর আলী বিশ্বাসের ছেলে। ঝিনাইদহ শহরের আলহেরাপাড়ায় বসবাস করতেন। তিনি বাস মিনিবাস শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এদিকে শ্রমিক নেতা গাফ্ফার হত্যার প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ঝিনাইদহের উপর দিয়ে চলাচলকারী সকল প্রকার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দুর দুরান্তের যাত্রীরা ঝিনাইদহ শহরে আটকা পড়েছে। হত্যাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত সকল রুটে বাস চলাচল অনিদ্দিষ্ট কলের জন্য বন্ধ থাকবে বলে বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জল বিশ্বাস জানিয়েছেন। ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক শাহরিয়ার রহমান জানান, সোমবার ভোর ৪টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর উকিলপাড়া ব্রীজের কাছে আব্দুল গাফ্ফারকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কুপিয়ে ফেলে রেখে যায়। তিনি আরো জানান, পথচারিদের সহায়তায় পুলিশ গাফ্ফারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেল হক তাকে মৃত ঘোষনা করেন। শ্রমিকদের একটি সুত্র জানায়, রোববার রাত ১০টার দিকে এক শ্রমিক গাফ্ফারকে মটরসাইকেলে করে আরাপপুর উকিলপাড়ায় নামিয়ে দিয়ে আসে। রাতে তিনি আর বাড়ি ফেরেন নি। এরপর ভোরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতর স্ত্রী রোখসানা খাতুন অভিযোগ করেন, ঝিনাইদহ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের অর্ন্তকোন্দলের জের ধরেই তার স্বামীকে হত্যা করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দীন জানান, ঝিনাইদহ বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল গাফ্ফার বিশ্বাস। তিনি আরো জানান নেতৃত্ব নিয়ে দ্বন্দের কারণে তিনি সাময়িক ভাবে বহিস্কৃত হন। রোববার প্রশাসনের সহায়তা দুই পক্ষের মধ্যে শ্রমিক সমঝোতার মাধ্যমে গাফ্ফার গ্র“প ইউনিয়ন অফিসের কতৃত্ব ফিরে পান। প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করা করছে শ্রমিক ইউনিয়নের দ্বন্দের কারণে তাকে হত্যা করা হতে পারে। গাফ্ফার বিশ্বাসের লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মামলার পক্রিয়া চলছে। এদিকে আব্দুল গাফ্ফার বিশ্বাস হত্যার জের ধরে ঝিনাইদহে বিবাদমান বাস শ্রমিকদের দুটি গ্র“পের মধ্যে চরম উত্তেজা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।