শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > ঝুঁকিতে হাজারো মানুষ > মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবন

ঝুঁকিতে হাজারো মানুষ > মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবন

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর দৌলতপুর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছ। হাঁটু পানিতে তলিয়ে গেছে ফুলগাজী সদরের মূল সড়কটিও। ঝঁকিতে রয়েছে নদীর অন্য অংশের বাঁধগুলোও।

ফলে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের অংশে মুহুরী নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। প্লাবিত গ্রামগুলো হলো উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর ও পুর্ব ঘনিয়া মোড়া। প্রশাসনের পক্ষ থেকে জয়পুর গ্রামে মাইকিং করা হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে সবাইকে।

ফেনী পানি উন্নয়ন বোর্ড জানায়, গত দু’দিনের ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল মুহুরী নদীর পানি। বিস্তীর্ণ এলাকার বন্যার পানিতে ফসলী জমি তলিয়ে যাওয়া ও পুকুরের মাছ ভেসে যাওয়াসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।