শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > খেলা > ঝুলে থাকল আশরাফুলের ভাগ্য

ঝুলে থাকল আশরাফুলের ভাগ্য

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
প্রত্যাশা ছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা শেষেই বিপিএলে ম্যাচ পাতানো নিয়ে আকসুর (দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট) রিপোর্ট হাতে বুঝে পাবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান। লন্ডনে সভা শেষ হলেও রিপোর্ট দিতে আরও দেরি হবে জানিয়েছে আকসু। সম্ভবত আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। ম্যাচ পাতানোর অভিযোগে সাময়িকভাবে নিষিদ্ধ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে তাই থাকতে হচ্ছে মাঠের বাইরেই।

জুলাইয়ে নির্ধারিত ঢাকা প্রিমিয়ার বিভাগীয় ক্রিকেট লিগে খেলা হচ্ছে না জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটারের। নাজমুল জানালেন,‘তারা রিপোর্ট সম্পূর্ণ করতে পারেনি। বাংলাদেশের বাইরেও কিছু সাক্ষাৎকার নেওয়া বাকি আছে। তারা আরও সময় চেয়ে নিয়েছে। তাদের সঙ্গে কথা বলে যতটুকু বুঝেছি, আমার মনে হয় সম্ভবত আগস্টের প্রথম সপ্তাহে রিপোর্ট হাতে পাব।’

রিপোর্ট পাওয়ার উপর নির্ভর করছিল আসন্ন ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে আশরাফুলের খেলা। তাই রিপোর্টের মতোই ঝুলে থাকল তারও ভাগ্য,‘আশরাফুল ইতোমধ্যে সাময়িকভাবে বহিষ্কৃত, আর রিপোর্টও এখনও পাইনি। আমরা জানি না কোন ধরনের সিদ্ধান্ত তার বিরুদ্ধে নেওয়া উচিত। কিন্তু টুর্নামেন্টে সে খেলতে পারবে না, বাকি সবাই খেলবে।’