মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ , ৩রা বৈশাখ, ১৪৩১ , ৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > টঙ্গীতে পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ

টঙ্গীতে পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে কয়েক দফায় বাড়ানো বিজিএমইএ এর নির্দেশনা অমান্য করে কারখানা চালু রাখা ও বেতন ভাতা পরিশোধ না করে শ্রমিক ছাটাইয়ের সংবাদ পেয়ে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএইচআইএস এ্যাপারেলস লি: নামক কারখানায় আজ রবিবার বিকাল থেকেই শ্রমিকরা বিক্ষোভ করছে।
বিক্ষুদ্ধ শ্রমিকরা ঘন্টা ব্যাপি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় রাস্তায় জরুরী প্রয়োজনে চলাচল করা সকল যানবাহন থেমে থাকায় দির্ঘ যানবাহনের সারি দেখা দেয়।
গাজীপুর জেলায় লক ডাউন ঘোষণা করায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, থমথমে অবস্থা। অথচ এই বিশেষ পরিস্থিতিতে রপ্তানি আয়ের শীর্ষে অবস্থান করা পোশাক খাতের শ্রমিকদের বিশেষ নিরাপত্তায় মালিকপক্ষ কোনো ভূমিকা না রাখায় শ্রমিকরা বিক্ষোভ করছে।
শ্রমিকরা জানান, টানা কয়েক সপ্তাহ ছুটি চলছে। পূর্বে নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ বেতন দেবার কথা থাকলে সকালে কারখানায় কাজে যোগ দেয় শ্রমিকরা। পরে দুপুরে মার্চ মাসের বেতন বকেয়া পরিষোধ না করার শ্রমিকরা মহাসড়কের অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
তবে কারখানা কর্তৃপক্ষ বলেন, আমরা আগামীকাল বেতন দিয়ে দেবো।