মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ , ৩রা বৈশাখ, ১৪৩১ , ৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > টঙ্গীতে সিএনজি অটোরিকশা চালক-পুলিশ সংঘর্ষ, আহত ৬

টঙ্গীতে সিএনজি অটোরিকশা চালক-পুলিশ সংঘর্ষ, আহত ৬

শেয়ার করুন

টঙ্গী প্রতিনিধি ॥ টঙ্গীতে সিএনজি অটোরিকশা চালক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬ শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (০৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর কলেজগেট এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গত ১ আগস্ট থেকে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়ায় দেশব্যাপী বিক্ষিপ্ত আন্দোলনের অংশ হিসেবে সিএনজি অটোরিকশা শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাইক লাগিয়ে হাতে লাঠি নিয়ে মিছিল বের করার চেষ্ঠা করে।
এ সময় তাদের বাধা দিয়ে ও হালকা লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে কমপক্ষে ৬ জন শ্রমিক আহত হয়েছেন বলে শ্রমিকরা দাবি করেছেন।
তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।