শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > টমাসের চামড়ার নিচে সুড়ঙ্গ তৈরি করল মাকড়সা!

টমাসের চামড়ার নিচে সুড়ঙ্গ তৈরি করল মাকড়সা!

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ২১ বছর বয়সি টমাস ঘুরতে গিয়েছিলেন ইন্দোনেশিয়ার বালি দ্বীপে। ফিরে এসে হঠাৎই তিনি লক্ষ্য করলেন তার পেটের দিকে একটা লম্বা দাগ। চামড়ার নিচে একটা রেখা টেনে গেলে যেমন হয়, ফোলা ফোলা। দাগের মুখে ছোট্ট একটু ক্ষত।
টমাস ভাবলেন, ওটা সম্ভবত কোনো পোকার কামড়। তবুও ডাক্তারের কাছে গেলেন। স্থানীয় ইন্টারন্যাশনাল মেডিক্যাল সেন্টারের ডাক্তার তাকে পোকার কামড় সারার জন্য এন্টিহিস্টামাইন ওষুধ দেন।
এরপর তার ফোলা ফোলা লম্বা দাগটা ভেতর থেকে চুলকাতে শুরু করলো। মনে হলো ভেতরে যেন কিছু একটা নড়াচড়া করে। তিনি এবার গেলেন চর্মরোগ বিশেষজ্ঞর কাছে। সেখানে গিয়েই আসল রহস্যটি উদঘাটন হলো। ডাক্তার তার পেটের সেই দাগ থেকে ছোট আকারের মাকড়সাটি বের করে আনেন।
টমাস জানালেন, ‘মাকড়সাটা কেবল নিজের মাথা গলিয়ে চামড়ার ভেতর ঢুকে যায়। এর পর চামড়ার নিচ দিয়েই রাস্তা তৈরি করে চলতে শুরু করে। বেশ কিছুদিন ওটা আমার চামড়ার নিচে নিরাপদেই ছিল।’