শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > খেলা > টাইব্রেকার মিস করায় মৃত্যুর হুমকি!

টাইব্রেকার মিস করায় মৃত্যুর হুমকি!

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক:
ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে ২-৩ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ডেনমার্ক। ম্যাচে স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে ড্যানিশ স্ট্রাইকার নিকোলাই ইয়ুর্গেনসেনকে।

আন্দ্রেস এসকোবারের কথা মনে আছে? যে কলম্বিয়ান ফুটবলারের প্রাণ কেড়ে নিয়েছিল বিশ্বকাপ। ১৯৯৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটা আত্মঘাতী গোল কাল হয়েছিল এই ডিফেন্ডারের। গ্রুপ পর্বের ম্যাচে তাঁর আত্মঘাতী গোলেই ত্বরান্বিত হয়েছিল কলম্বিয়ার বিদায়। সেই গোলের জের ধরে দেশে ফেরার পর গুলি করে হত্যা করা হয় এসকোবারকে। প্রায় দুই যুগ পরে আবার সেই গল্প কেন?

কারণ, বিশ্বকাপে টাইব্রেকার থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় মৃত্যুর হুমকি পাচ্ছেন ডেনমার্কের স্ট্রাইকার নিকোলাই ইয়ুর্গেনসন। রোববার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ স্পট কিকটি নিয়ে গোল করতে ব্যর্থ হয়েছিলেন নিকোলাই। আর ম্যাচটিতে ২-৩ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ডেনমার্ক। যার জের ধরে মৃত্যুর হুমকি পাচ্ছেন ড্যানিশ স্ট্রাইকার।

সৌজন্যে: প্রথম আলো