শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > টানা বৃষ্টিতে মালয়েশিয়ায় জনজীবন বিপর্যস্ত

টানা বৃষ্টিতে মালয়েশিয়ায় জনজীবন বিপর্যস্ত

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

মালয়েশিয়া : গত তিন দিনের বর্ষণে মালয়েশিয়ার বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে জনগণের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে। প্রবল বর্ষণে পুরো কুয়ালালামপুরে জনজীবন ব্যাহত হওয়ার কারণে শহরবাসীর কাছে ক্ষমা চেয়েছে দেশটির সরকার।

গত কয়েক দিন ধরে চারদিকে পানি থই থই করছে। জনজীবন থেমে যায় বৃষ্টির কারণে। অনেক রাস্তায় গাড়ি বিকল হয়ে পড়ে।

কুয়ালালামপুরের স্থানীয় মন্ত্রী দাতুক সেরি তেঙ্কু আদনান শহরবাসীর কাছে ক্ষমা চেয়ে বলেছেন, ঘণ্টায় প্রায় ১২২.৪ মিলিমিটার বর্ষণের ফলে শহরের অনেক স্থানে পানি জমে যায়।

বৃহস্পতিবারের পর গত শুক্রবার এবং গতকাল শনিবারও মালয়েশিয়ার জালান পান্তাই বারু, জালান বাংসার, জালান সেমান্তান, জালান তুয়ানকু আবদুল হালিম, ইউনিভার্সিটি মালায়া এলাকায় বৃষ্টিপাত হয়। এতে ওই স্থানগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে বৈঠক করেছেন সংশ্লিষ্ট এলাকার মেয়ররা। বৈঠকে ক্ষতিগ্রস্ত শহরগুলোর নিষ্কাশন ব্যবস্থা আরো উন্নত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।