শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে মুস্তাফিজের উন্নতি

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে মুস্তাফিজের উন্নতি

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরির কারণে সবকটি ম্যাচ খেলতে পারেনি মুস্তাফিজ। তবে সুপার টেনে তিনটি ম্যাচে দলে ফিরে চমক দেখিয়েছে ক্রিকেট বিশ্বকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৫ উইকেট তাকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। বিশ্বকাপ থেকে টাইগারবাহিনী খালি হাতে ফিরলেও, সফল হয়েই মিশন শেষ করেছেন মুস্তাফিজ। ফলস্বরুপ আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সাত ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন এই তরুণ পেসার।

আইসিসির প্রকাশিত র‌্যাংকিংয়ে দেখা গেছে, বোলিংয়ে ৬০০ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ১৯ তম অবস্থানে আছেন ‘কাটার মাষ্টার’ খ্যাত মুস্তাফিজ। মুস্তাফিজের পাশাপাশি ৬৩১ রেটিং পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে সাকিব আল হাসান ও ৬১২ পয়েন্ট নিয়ে ১৭তম অবস্থানে আছেন পেসার আল-আমিন হোসেন। অধিনায়ক মাশরাফি বিন মতুর্জার অবস্থান ৪০, তার রেটিং পয়েন্ট ৫৩১।
তবে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান হারিয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তার জায়গায় ৭৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি। দুই নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। শীর্ষে থাকা অশ্বিন নেমে গেছেন তিন নম্বরে।