বৃহস্পতিবার , ১৮ই এপ্রিল, ২০২৪ , ৫ই বৈশাখ, ১৪৩১ , ৮ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > টেড ক্রুজ এর বিরুদ্ধে পর্ণোগ্রাফিক টুইটে লাইক দেওয়ার অভিযোগ

টেড ক্রুজ এর বিরুদ্ধে পর্ণোগ্রাফিক টুইটে লাইক দেওয়ার অভিযোগ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
একদা সেক্সটয়’র বিরুদ্ধে দাড়ানো মার্কিন সিনেটর টেড ক্রুজ নিজেই এখন জনতার আদালতে দাড়িয়ে। পর্ণোগ্রাফিক টুইটে লাইক , তাও আবার ৯/১১ এর টুইন টাওয়ার ধ্বসের সেই বিভিষিকাময় দিনে !

টেডের অফিসিয়াল পেজ থেকে লাইক দেওয়া সেই অশালীন পেইজটি তার ফলোয়ারদের সামনে পড়ার পর,সেগুলোর স্ক্রিনশট নিয়ে টেডকে ট্যাগ করে পোস্ট করেছেন হাজারো সাধারণ মানুষ।তারা জানতে চেয়েছেন টেড কেন এমনটি করলেন। নিন্দা ও জানিয়েছে সমপরিমানে। এমনকি টেডকে নিয়ে ট্রলিং শুরু হয়ে গেছে বেশ জোরালো ভাবে।

লাইক দেওয়া পোস্টটি টুইটার থেকে ডিলিট করা হয়েছে। তবে ডিলিটের আগেই সেটি ছড়িয়ে পড়ে ফলোয়ারদের মধ্যে। যদিও লাইক দেওয়ার বিষয়টি একটি ভুল বলে জানিয়েছে টেড ক্রুজের উপদেষ্টা ক্যাথরিন ফ্রেজর।

এ বিষয়ে টেড জানান,তার অ্যাকাউন্টটি অনেকেই দেখাশোনা করেন। কেও হয়তো ওই পোস্টটিতে লাইক দিয়ে ফেলেছে ! যদিও বিষয়টির জবাব আরো ভালো হবে বলে আশা করেছিল টেডের ফলোয়াররা। গার্ডিয়ান