শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > ট্রাফিক নিয়ন্ত্রণে টপলেস নারী!

ট্রাফিক নিয়ন্ত্রণে টপলেস নারী!

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ রাশিয়াতে গাড়ি চালকদের ৪০ কিমি স্পিডের নীচে রাখতে রাস্তায় টপলেস মডেলদের হাতে ট্রাফিকের দায়িত্ব ন্যস্ত করেছেন কর্তৃপক্ষ।

রাশিয়ার নিজনি নবগোরদ অঞ্চলের এক ব্যস্ত রাস্তায় পাশে দাঁড়িয়ে এসব টললেস মডেল ঘণ্টায় ৪০ কিমি গতিবেগের ওপরে যারা গাড়ি চালিয়ে যান তাদের সংকেত দিয়ে স্পিড কমিয়ে আনেন।

তবে যারা স্পিড কমান তাদের ভেতর ছিল সিংহভাগই পুরুষ চালক।

উল্লেখ্য, রাশিয়ার সড়কে ঘণ্টায় ৪০ কিমি এর বেশি বেগে গাড়ি চালানো নিষিদ্ধ। তবে খুব কম লোকই এই আইন মেনে চলে। ২০১২ সালে ৫৯,৬১৭,২২২ বার এ আইন ভঙ্গ করা হয়।