শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > ট্রাম্পের সঙ্গে মতবিরোধ থাকলেও আমি ‘টিম ট্রাম্পের’ সদস্য : ইভানকা

ট্রাম্পের সঙ্গে মতবিরোধ থাকলেও আমি ‘টিম ট্রাম্পের’ সদস্য : ইভানকা

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্প বলেছেন, পিতা ট্রাম্পের সঙ্গে একই রাজনৈতিক দৃষ্টিভঙ্গী পোষণ না করলেও তিনি টিম ট্রাম্পের সদস্য। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে ইভানকা বলেন, প্রকাশ্যে না হলেও বন্ধ দরজার ভেতরে ঠিকই ভিন্নমত প্রকাশ করি। কারণ প্রকাশ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধিতা করলে তাতে বুঝায় আমি টিম ট্রাম্পের সদস্য নই। তাই যখন আপনি টিমের সদস্য তখন আপনি সবসময় টিমের সদস্য। আবার এর মানে এও নয় যে হোয়াইট হাউজে সবাই একই ধরনের মত পোষণ করে। আমরা কখনই তা করি না। এটা ভাল এবং তার মানে এই নয় যে প্রকাশ্যে আমরা প্রশাসনের কাউকে বা নিজেদের একে অপরের কাছে ছোট করব। প্রেসিডেন্ট ট্রাম্প কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার নিকটতম ব্যক্তিদের কাছ থেকে প্রচুর পরিমাণে তথ্যের যোগান চান।

ইভানকা বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প তার পছন্দের পক্ষে ও বিপক্ষে প্রচুর তথ্য পান এবং শেষ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেন। যদিও ইভানকার সমালোচনা ট্রাম্প প্রশাসনে ডান ও বাম উভয় দিক থেকেই রয়েছে এবং কেউ কেউ মনে করেন ট্রাম্প প্রশাসন থেকে কারো পদত্যাগের পেছনে ইভানকার ভূমিকা রয়েছে। তবে ইভানকা এ প্রসঙ্গে বলেন, কোনো গোলমাল বা বিতর্কে আমি বিভ্রান্ত হব না। কঠোর সমালোচনা পরও আমার অবদান স্বীকৃতি পাবে এমন প্রত্যাশা আমার আছে। এবং সময়ই তা বলে দেবে। ইসরায়েল ন্যাশনাল নিউজ