শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > সারাদেশ > ঠাকুরগাঁওয়ে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

ঠাকুরগাঁওয়ে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

শেয়ার করুন

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
বর্তমান সময়ে সরিষার জন্য অনুকূল আবহাওয়া হওয়ায় ঠাকুরগাঁওয়ে সরিষার ব্যাপক চাষাবাদ হয়েছে। বেড়ে ওঠা গাছ আর ফুল দেখে এবং মৌমাছিরা ফুলে সঠিকভাবে পরাগায়ন সৃষ্টি করতে সক্ষম হলে এবার সরিষার অধিক ফলনের সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন কৃষকেরা।

এবার ঠাকুরগাঁয়ের রেকর্ড পরিমাণ জমিতে উন্নত জাতের সরিষা চাষ হয়েছে। গ্রাম বাংলার প্রকৃতি এখন হলদে চাদরে ঢাকা। স্বল্প খরচে অল্প সময়ে এ ফসল জনপ্রিয় হয়ে উঠেছে কৃষকের মাঝে। হলুদ রংয়ে আর মিষ্টি সুবাসে ভরে গেছে সরিষার ক্ষেতগুলো।

জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর ১২ হাজার ৬৩০ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ হয়েছে। এই মৌসুমে অনুকূল আবহাওয়ায় এ জেলায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা এবং সরিষা চাষিরা অধিক মুনাফা লাভ করবে বলে আশা করছেন জেলা কৃষি বিভাগ।

আকচা ইউনিয়নের বন্দর গ্রামের সরিষা চাষি সুমন হোসেন বলেন, গত বছর ২ বিঘা জমিতে সরিষার চাষ করে লাভবান হওয়ায় এ বছর ৩ বিঘায় সরিষা চাষ করেছেন। সরিষার ফুল শেষে ভালো আর বড় বড় বীজ দেখা যাচ্ছে। আশা করছি ন্যায্য মূল্য পেলে আমরা এবারও লাভবান হবো।

আরেক চাষি সাদ্দাম বলেন, এবার ১ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। এখন পর্যন্ত জমিতে কোনো সমস্যা দেখা যায়নি। বরং সুন্দর আর স্বাস্থ্যবান বীজ দেখা পাওয়া যাচ্ছে। এতে ভালো ফলন পেয়ে লাভবান হতে পারবো।

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক আফতাফ হোসেন জানান, কৃষকদের যথার্থ পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে তীব্র শীত ও ঘন কুঁয়াশা কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে।

এ বছরে অন্য বড় ধরনের দুর্যোগ বালাই না হলে আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।