শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > সারাদেশ > ডিমলায় মহান বিজয় দিবস পালিত

ডিমলায় মহান বিজয় দিবস পালিত

শেয়ার করুন

বাসুদেব রায়
ডিমলা প্রতিনিধি ॥
নীলফামারী: স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের সাথে ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপরধ্বনী, উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু’র ম্যুরাল ও স্মৃতি অম্লানে পূষ্পমাল্য অর্পণ, দোয়া মোনাজাত শেষে শেষে সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন, ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, কৃষি অফিসার সেকেন্দার আলী, যুবলীগের আহবায়ক শৈলেন চন্দ্র রায়, যুগ্ন আহবায়ক ফেরদৌস পারভেজ, ছাত্রলীগের আহবায় আবু সায়েম সরকার প্রমুখ। মহান বিজয় দিবসে স্মৃতি অম্লানে পুস্পমাল্য অর্পণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করে ইউপি চেয়ারম্যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, এনজিও, থানা পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, আনছার বাহিনী, স্কার্উস, গার্লস গাইড সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।