শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > শীর্ষ খবর > ডিসেম্বরে চালু হচ্ছে দ্বিতীয় তিস্তা সেতু

ডিসেম্বরে চালু হচ্ছে দ্বিতীয় তিস্তা সেতু

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
দেশের উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ স্থলবন্দর বুড়িমারীর সঙ্গে রাজধানী ঢাকাসহ সারা দেশের দূরত্ব কমিয়ে আনার জন্য নির্মিত দ্বিতীয় তিস্তা সড়ক সেতু দিয়ে যানবাহন চলবে ডিসেম্বরে। সংশ্লিষ্টদের অভিমত, এই সেতু উদ্বোধনের পরই ব্যাপক উন্নয়নের ছোঁয়া লাগবে লালমনিরহাট জেলায়।

‘কাকিনা-মহিপুর’ ঘাটে দ্বিতীয় তিস্তা সড়ক সেতু নির্মাণ করছে সরকার। ২০১২ সালের ১২ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালেক্টরেট মাঠে জনসভায় সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন। ২০১৪ সালের ৩১ জুন শেষ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিতিশীলতায় কাঁচামাল পরিবহনের অভাবে কাজে গতি কমে যায়। ফলে কয়েক দফায় সময় বাড়িয়ে এ বছর কাজ শেষ করে সেতুটি বুঝিয়ে দিতে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নাভানা কনস্ট্রাকশন। সেতুটি উদ্বোধনের পর রাজধানী ঢাকার সঙ্গে বুড়িমারী স্থলবন্দরের সড়কপথের দূরত্ব কমে যাবে প্রায় ৫০ কিলোমিটার। কমে আসবে সময় ও জ্বালানি খরচ।

লালমনিরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) জানায়, ১২১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ৮৫০ মিটার দৈর্ঘ্য ও ফুটপাথসহ ৯ দশমিক ৬ মিটার প্রস্থের দ্বিতীয় তিস্তা সড়ক সেতুতে ১৬টি পিলার, ২টি এপার্টমেন্ট ১৭টি স্প্যানে ৮৫টি গার্ডারের ওপর সেতুটি নির্মিত। সেতুটির দুই পাশের সংযোগ সড়কের নির্মাণ কাজও শেষ পর্যায়ে। সেতুটির উত্তর পাশে তিস্তার বাম তীরে ১ হাজার ৩০০ মিটার দীর্ঘ নদী শাসন কার্যক্রমের অংশ হিসেবে পাকাকরণের কাজও শেষ হয়েছে। সেতু বাস্তবায়নকারী লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ জানান, মূল সেতুর কাজ শতভাগ শেষ হয়েছে। সংযোগ সড়কের মহিপুর অংশের সামান্য কাজ বাকি রয়েছে। যা চলতি মাসেই শেষ হবে। ডিসেম্বরে সেতুটি উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হবে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।