শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > ড্র দিয়ে শুরু নেইমারের বার্সেলোনা অধ্যায়

ড্র দিয়ে শুরু নেইমারের বার্সেলোনা অধ্যায়

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ লাল-নীল জার্সি গায়ে বার্সেলোনায় অভিষেকের অপো ঘুচালেন ব্রাজিল সুপারস্টার নেইমার। রেকর্ড পরিমাণ অর্ধের বিনিময়ে স্প্যানিশ কাব বার্সেলোনায় যোগ দিয়ে মঙ্গলবারই মাঠের অভিষেক হলো তার। সাবেক ব্রাজিলিয়ান কাব সান্তোসের বিপে অভিষেক হওয়ার কথা ছিল তার। কিন্তু তার আগেই পোল্যান্ডে গিয়ে বার্সার জার্সি গায়ে পরলেন তিনি। জয় নয়, ড্র দিয়েই শুরু হলো এই ব্রাজিলিয়ান তারকার বার্সেলোনা অধ্যায়। মঙ্গলবার প্রাক-মওসুমের প্রীতি ম্যাচে পোল্যান্ড কাব লেচিয়া গ্যান্সকের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
বদলি হিসেবে মাঠে নেমে খেলা শেষ ১২ মিনিট মাঠে থেকে কোন গোলের দেখা পাননি নেইমার।
গত মাসের কনফেডারেশনস কাপের দুর্দান্ত পারফরমার নেইমার নতুন সতীর্থদের সঙ্গে সোমবার যোগ দেন। দলের সঙ্গে পাড়ি জমান পোল্যান্ডে। অবশ্য প্রথম একাদশে নামা হয়নি তার। ৭৮ মিনিটে চিলির ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজের বদলি হিসেবে মাঠে নামেন তিনি।
তবে নেইমার মাঠে নামার আগেই দুইবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় বার্সা। না হেরে কোন রকমে ২-২ গোলে ড্র করে লজ্জা বাঁচিয়েছে তারা।
ম্যাড়মেড়ে শুরু পরও খেলা আরম্ভ হওয়ার আট মিনিটের মাথায় এগিয়ে যেতে পারতো মেসিরা। কিন্তু মেক্সিকান তারকা ডস সান্তোসের করা কর্নার শটের বলকে জালে ঠিকানা বানাতে ব্যর্থ হন আলেক্সিস সানচেজ। বক্সের ভেতরে থেকে এমন সুযোগ নষ্ট করা তার নামের সঙ্গে ঠিক যায় না। তবে ১৪ মিনিটে ভুল করেনি পোলিশরা। লেচিয়ার অধিনায়ক বিয়েনিউকের দুর্দান্ত এক হেডে বল জড়িয়ে যায় বার্সার জালে। সার্জি রবার্তোর গোলে ১১ মিনিট পরই স্প্যানিশ চ্যাম্পিয়নরা সমতায় ফেরে।
প্রাক-মওসুমের প্রথম প্রীতি ম্যাচে বার্সেলোনা ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল ভেলেরেঙ্গাকে। দ্বিতীয় ম্যাচে তাই লেচিয়ার বিরুদ্ধে আরও একটি গোল উৎসব দেখতে চাচ্ছিল বার্সা সমর্থকেরা। কিন্তু সবাইকে হতাশ করে দ্বিতীয়ার্ধে ফের পিছিয়ে পড়ে সফরকারীরা। ৫০ মিনিটের সময় পিওতর জেলজ্যাকের গোলে এগিয়ে যায় লেচিয়া। তবে ছয় মিনিটের ব্যবধানে লিওনেল মেসির গোলে শেষ পর্যন্ত হার এড়ায় বার্সা। ২-২ গোলে ড্র হয় খেলা।
নেইমার যখন মাঠে নামেন তখন অনেকটাই ম্রিয়মান ম্যাচ। তবে শেষ ১২ মিনিট মাঠে থেকে বার কয়েক ঝলক দেখিয়েছেন তিনি।
এই সফরে ছিলেন না নতুন কোচ আর্জেন্টাইন জেরার্ডো মার্টিনো। আগামীকাল নেইমারের সাবেক কাব সান্তোসের বিপে বার্সার বেঞ্চে অভিষেক হবে তার। নিজের বেড়ে ওঠা কাবের বিরুদ্ধে প্রথমবারের মতো মাঠে নামবেন নেইমারও।
লেচিয়া ২-২ বার্সেলোনা।