শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: এক সেমিস্টার থেকে অন্য সেমিস্টার ইমপ্রুভমেন্ট পরীক্ষা পুনর্বহাল করে নতুন নিয়ম পরিবর্তনের দাবিতে রাজধানীর প্রেসক্লাব ও মহাখালীর আমতলীতে এক ঘণ্টা সড়ক অবরোধ করে সরকারি তিতুমীর কলেজ ও সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।

বনানী থানার অফিসার ইনচার্জ(ওসি) ভুইয়া মাহাবুবুর রহমান বাংলানিউজকে জানান, নতুন নিয়ম পরিবর্তনের দাবিতে

মহাখালীর আমতলী মোড়ে সকাল সোয়া ১১টায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়ে। পরে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে ছাত্ররা অবরোধ তুলে নেয়।

একই সময় সিদ্ধেশ্বরী কলেজের ছাত্ররা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করে। পরে শাহবাগ থানা পুলিশের পরিদর্শক শহিদ ছাত্রদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেন। সেখানেও প্রায় ঘণ্টা খানেক যানচলাচল বন্ধ থাকে। বেলা সোয়া ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।