মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ , ৩রা বৈশাখ, ১৪৩১ , ৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > ঢাকায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
দু’দিনব্যাপী সমুদ্র অর্থনীতিবিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। মঙ্গলবার দিনগত রাতে তিনি ঢাকায় পৌঁছান। তার সঙ্গে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলও ঢাকা পৌঁছেছেন।

ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে দু’দিনব্যাপী সমুদ্র অর্থনীতিবিষয়ক মন্ত্রী পর্যায়ের এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) এ সম্মেলন শুরু হবে। ইন্ডিয়ান ওশ্যান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) এটি তৃতীয় আঞ্চলিক সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন।

সম্মেলনে ২২টি সদস্য রাষ্ট্র ও ৯টি ডায়ালগ পার্টনারসহ ৩১টি রাষ্ট্রের প্রতিনিধিরা যোগ দেবেন। বিশ্বের বিভিন্ন দেশে সফরের অংশ হিসেবে ঢাকায় এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সংক্ষিপ্ত এ সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সফরকালে জাভেদ জারিফ ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সম্মেলনে অংশ নেবেন ও ভাষণ দেবেন। বাংলাদেশের পর ইন্দোনেশিয়া সফরে যাবেন তিনি।