শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > ঢাকা দূতাবাস কেন বন্ধ ‘সরকার জানে না’

ঢাকা দূতাবাস কেন বন্ধ ‘সরকার জানে না’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের সরকার বলছে, জঙ্গি হামলার আশংকায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যানাডা কেন ঢাকায় রোববার তাদের দূতাবাস বন্ধ রেখেছে তার কারণ তারা জানেনা।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মার্কিন কিংবা ক্যানাডার কর্তৃপ এ বিষয়ে বাংলাদেশের সরকারকে আগে কোনকিছুই অবহিত করেনি।

আল-কায়েদাপন্থী হামলার আশংকায় যুক্তরাষ্ট্র রোববার ঢাকাসহ মোট ২১টি মুসলিম দেশে তাদের দূতাবাস বন্ধ রাখে।

পাশাপাশি মার্কিন পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের ভ্রমণের ওপরও একটি সতর্কবার্তা জারি করেছে যা চলতি মাসের শেষ নাগাদ বহাল থাকবে।

দণি এশিয়ায় যে দুটো দেশে এই সতর্কতা জারি করা হয় তার মধ্যে একটি আফগানিস্তান এবং অন্যটি বাংলাদেশ।

নিরাপত্তা পরিস্থিতির বিবেচনায় অন্যান্য দিনেও মার্কিন দূতাবাস বন্ধ থাকতে পারে বলে পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে।

গওহর রিজভী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা

“এ বিষয়ে সরকারের মারফত তথ্য শেয়ার করা উচিত ছিল। বাংলাদেশের সরকার অবশ্যই নিরাপত্তার দিকটিতে সর্বোচ্চ গুরুত্ব দিত।”

বাংলাদেশের প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বিবিসিকে জানান, তারাও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেই বিষয়টি জেনেছেন।

এ বিষয়ে সরকারের মারফত তথ্য শেয়ার করা উচিত ছিল বলে তিনি উল্লেখ করেন।

ড. রিজভী বলেন, জানানো হলে বাংলাদেশের সরকার অবশ্যই নিরাপত্তার দিকটিতে সর্বোচ্চ গুরুত্ব দিত।

তিনি আরো বলেন, বাংলাদেশে কখনও এ ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি। এ ধরনের কোনও নিরাপত্তা হুমকি রয়েছে বলেও সরকার মনে করে না।

ঠিক কোন্ বিবেচনায় বা তথ্যের ভিত্তিতে দেশদুটো এমন অবস্থান নিল সে প্রসঙ্গে বাংলাদেশ কিছু জানার চেষ্টা করেছে কি-না, কিংবা বাংলাদেশের এ বিষয়ে ব্যাখ্যা চাওয়ার কোনও অবকাশ আছে কি-না জানতে চাইলে মি. রিজভী বলেন, এ বিষয়ে বাংলাদেশের সরকারি পর্যায়ে এখনও কোনও আলাপ-আলোচনা হয়নি।

মার্কিন কর্তৃপ মনে করছে বিশেষভাবে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় আল-কায়েদার ভাবাদর্শে উৎসাহিত হয়ে হামলার সম্ভাবনা প্রবল।

বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ওবামা শনিবার তার উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

হোয়াইট হাউজের প থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুজান রাইসের সভাপতিত্বে ঐ বৈঠকে মার্কিন প্রতিরা ও হোমল্যান্ড সিকিওরিটি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সিআইএ, এফবিআই-এর প্রধানরা অংশগ্রহণ করেন।

বন্ধ ঢাকা দূতাবাস

বাংলাদেশে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে, মার্কিন দূতাবাসের কর্মী এবং অতিথিদের নিারপত্তার স্বার্থে অন্য কয়েকটি দেশের মতোই রোববার ঢাকায় দূতাবাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশে মার্কিন-বিরোধী বিােভ অভূতপূর্ব নয়

বাংলাদেশে মার্কিন-বিরোধী বিােভ অভূতপূর্ব নয়।

তবে বাংলাদেশে জঙ্গি হামলা সংক্রান্ত কোন সুনির্দিষ্ট হুমকি রয়েছে কিনা সে সম্পর্কে দূতাবাস ওয়েবসাইটে কোন তথ্য দেয়া হয়নি।

একই সাথে ওয়েবসাইটে চলাফেরার বিষয়ে মার্কিন নাগরিকদের নিয়ম মাফিক সতর্কতা অবলম্বন করার উপদেশ দেয়া হয়েছে।

মার্কিন সরকারের পাশাপাশি ক্যানাডার সরকারও রোববার ঢাকায় তাদের দূতাবাস বন্ধ রেখেছে।

এ ব্যাপারে বাংলাদেশ সরকারের প তকে কোন বক্তব্য এখনো জানা যায়নি।

জঙ্গি ষড়যন্ত্র

মধ্যপ্রচ্যে দূতাবাসের নিরাপত্তার প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দফ্তর বলছে, তাদের তথ্য অনুযায়ী আল-কায়েদা এবং তার সাথে সম্পর্কিত সংগঠনগুলো মধ্যপ্রাচ্য এবং তার বাইরে হামলার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে।

রমজান মাসকে কেন্দ্র করে এই সংগঠনগুলো মধ্য অগাস্ট থেকে মাসের শেষ পর্যন্ত হামলা চালাতে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।

ভ্রমণের নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার যে সতর্কতা জারি করেছে তাতে গণপরিবহন এবং পর্যটনকেন্দ্রগুলিতে সম্ভাব্য হামলার ইঙ্গিত করা হয়েছে।