শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > ঢাকা-সিলেট মহাসড়কে ৩০ কি.মি যানজট

ঢাকা-সিলেট মহাসড়কে ৩০ কি.মি যানজট

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া ॥ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা থেকে সরাইল উপজেলার বেড়তলা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এর ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা।

শনিবার ভোর থেকে যান চলাচল শুরু হওয়ার পর বেইলি সেতুতে ত্রুটি দেখা দিলে সকাল থেকে এ যানজটের সৃষ্টি হয়।

খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বাংলামেইলকে জানান, সরাইল উপজেলার শাহবাজপুরে সেতু মেরামত কাজের জন্য শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার ভোর ৪টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। শনিবার ভোর থেকে যান চলাচল শুরু হলেও বেইলি সেতুতে কিছু ত্রুটি দেখা দেয়ায় আবারো তীব্র যারজটের দেখা দেয়। এর ফলে বিজয়নগর উপজেলার চান্দুরা থেকে সরাইল উপজেলার বেড়তলা পর্যন্ত মহাসড়কের দুপাশে বহু যানবাহন আটকে এ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে জেলা ও হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।