শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > ঢাবিতে বাসে আগুন

ঢাবিতে বাসে আগুন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে হেলপার ও সুপারভাইজারকে মারধর করে একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
বাস ভাড়া নিয়ে বিতণ্ডার জেরে মঙ্গলবার রাতে ঢাকা-গাজীপুর রুটের স্কাইলাইন নামের ওই বাসে আগুন দেয়া হয়। আহত হেলপার ফারুক হোসেন (২৬) ও সুপারভাইজার মো. মিলনকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই বাসের চালক মো. আলম বলেন, দুই-তিনদিন আগে গুলিস্তানে ভাড়া নিয়ে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে বাসের হেলপারের বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার বিকেলে গুলিস্তান দিয়ে গাজীপুরে যাওয়ার সময় ১০-১৫ জন শিক্ষার্থী বাসে উঠে সব যাত্রীদের নামিয়ে দেয়। পরে হেলপার ও সুপারভাইজারকে মারধর করে শহিদুল্লাহ হলের সামনে নিয়ে যায়। পরে আমাদের সবাইকে নামিয়ে দিয়ে তারা বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় আমি আহত দুইজনকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, শহিদুল্লাহ হলের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে বাসে কারা আগুন দিয়েছে এবং কেন আগুন দিয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।