শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > তথ্য অধিকার আইন সুশাসন প্রতিষ্ঠা করে: প্রধান তথ্য কমিশনার

তথ্য অধিকার আইন সুশাসন প্রতিষ্ঠা করে: প্রধান তথ্য কমিশনার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমেদ বলেছেন, তথ্যের অবাধ প্রবাহ এবং জনগের তথ্য অধিকার নিশ্চিত করণের লক্ষ্যে তথ্য অধিকার আইন প্রনয়ন করা হয়েছে। এ আইন সুশাসন প্রতিষ্ঠার পাশপাশি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। দেশে প্রচলিত ১১৯৮টি আইনের মধ্যে এটিই একমাত্র আইন যাতে জনগন রাষ্ট্র ও প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের জবাব দিহিতায় বাধ্য করে।

প্রধান তথ্য কমিশনার মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসন মিলনায়তনে তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়ন বিষয়ক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য কমিশনের পরিচালক ডা. মো: আব্দুল হাকিম, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: আমীর হোসেন রাহাত, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ হানিফ, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আবু নাসার উদ্দিন, অধ্যক্ষ এম এ বারী, মুক্তিযোদ্ধা মো: মহর আলী, এড. আমজাদ হোসেন বাবুল প্রমুখ।