শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > তামিম-সাকিবদের শেষ পরীক্ষা আজ

তামিম-সাকিবদের শেষ পরীক্ষা আজ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বৃহস্পতিবার জয় নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল)  আশা বাঁচলো সেন্ট লুসিয়া জুকস দলের। এতে বাংলাদেশ তারকা তামিম ইকবালের সেন্ট লুসিয়া দলের আজ শেষ পরীক্ষা। পয়েন্ট তালিকায় দৃঢ় অবস্থা নিয়ে আজ গ্রুপের শেষ ম্যাচে নামছেন সাকিব আল হাসানও। বৃহস্পতিবার ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে অ্যান্টিগা হকসবিলসের বিপক্ষে ১৭ রানের জয় পায় বাংলাদেশ তারকা তামিম ইকবালের দল সেন্ট লুসিয়া। ওপেনিং ব্যাটিংয়ে এদিন শুরুতে ৪ বাউন্ডারি হাঁকিয়ে প্রতিশ্রুতি দেখালেও পরে খেই হারান তামিম। ১৯ বলে তামিমের ২০ রানের ব্যক্তিগত ইনিংসটি শেষ হয় মারলন স্যামুয়েলসের স্পিনে কাইরান পাওয়ালকে ক্যাচ দিয়ে। ম্যাচে ব্যাট হাতে সেন্ট লুসিয়ার নায়ক অপর ওপেনার আন্দ্রে ফ্লেচার। এ ক্যারিবীয় তারকা খেলেন ৫৩ বলে ৭৬ রানের মারকুটে ইনিংস। এতে ফ্লেচারের ৪ বাউন্ডারির সঙ্গে তিনটি ছক্কা। ২০ বলে তিন ছক্কায় ড্যারেন স্যামি খেলেন ৩৫ রানের ইনিংস। এতে নিজেদের ২০ ওভার শেষে সেন্ট লুসিয়ার সংগ্রহ দাঁড়ায় ১৭৯/৪। জবাবে ব্যাট হাতে শুরুতেই বিপত্তি দেখে অ্যান্টিগা শিবির। দলীয় ৩০ রানে দুই উইকেট হারিয়ে পরে অ্যান্টিগার হতাশা বড় হয় তুমুল বৃষ্টিতে। অ্যান্টিগা ইনিংসের ১০ ওভার শেষে শুরু হয় বৃষ্টি। তখন হকসবিলসের সংগ্রহ ছিল ৭৪/২। বৃষ্টির মধ্যেই খেলা চললে পরের চার বলে ৪ রানে আরও এক উইকেট হারায় অ্যান্টিগা। এ সময় মুষলধারে বৃষ্টিতে খেলা বন্ধ করে দেন ম্যাচের আম্পায়ার। পরে আর খেলা শুরু করা যায়নি। এতে নির্ধারিত সময় অপেক্ষা শেষে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে সেন্ট লুসিয়াকে ১৭ রানে বিজয়ী ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। নিজ মাঠে এদিন বৃষ্টি মাথায় নিয়ে অ্যান্টিগার শুরুটা ছিল মারকুটে ব্যাটিংয়ে। ওপেনার জনসন চার্লস ইনিংসের প্রথম ওভারেই হাঁকান লাগাতার তিন বাউন্ডারি। তবে অতি আক্রমণাত্মক ব্যাটিংয়ে ওভারের পঞ্চম বলেই উইকেট হারিয়ে খেসারত দেন এ ওয়েস্ট ইন্ডিজ ওপেনার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়ার এটি ছিল দ্বিতীয় জয়। এতে ছয় দলের আসরে অ্যান্টিগা, ত্রিনিদাদ ও সেন্ট লুসিয়ার অর্জনে সমান ৪ পয়েন্ট। সেমিফাইনালের স্বপ্ন বাঁচাতে গ্রুপের শেষ ম্যাচে জয় চাই তামিমদের। আজ রাতে গ্রুপে শেষ পরীক্ষায় নামছে তামিমের দল সেন্ট লুসিয়া। এতে তামিমদের সেন্ট লুসিয়ার মোকাবিলা ত্রিনিদাদ ও টোবাগো রেড স্টিলকে।  বাংলাদেশের অপর তারকা সাকিব আল হাসানের দল বারবাডোস ট্রাইডেন্টস ৬ ম্যাচে আট পয়েন্ট নিয়ে নিট রান রেটে রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। আসরে ৬ ম্যাচে আট পয়েন্টের অপর দল গায়ানা অ্যামাজন। আজ ক্যারিবিয়ান লিগে দল নিয়ে শেষ ম্যাচে মাঠে নামছেন সাকিব আল হাসানও। সাকিবের দল বারবাডোস এতে লড়বে ক্রিস গেইলের জ্যামাইকা তালাওয়াহর সঙ্গে।  আজ তামিম-সাকিবের দুই ম্যাচই জ্যামাইকার স্যাবাইনা পার্ক মাঠে।
সরাসরি টেন ক্রিকেট
সেন্ট লুসিয়া-ত্রিনিদাদ রাত ৯টা
জ্যামাইকা-বারবাডোস রাত ১টা
সিপিএল পয়েন্ট তালিকা
দল    ম্যাচ    জয়    হার    পয়েন্ট    রানরেট
বারবাডোস    ৬    ৪    ২    ৮    +১.৩৬৬
গায়ানা    ৬    ৪    ২    ৮    +০.৬৯৩
জ্যামাইকা    ৫    ৩     ২    ৬    +০.০৭৬
অ্যান্টিগা    ৬    ২    ৪    ৪    -০.১৩৬
ত্রিনিদাদ    ৫    ২    ৩    ৪    -১.১৯৮
সেন্ট লুসিয়া    ৬    ২    ৪    ৪    -১.২০৬