শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ , ১৩ই বৈশাখ, ১৪৩১ , ১৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > তিন পেসার নিয়ে বাংলাদেশ

তিন পেসার নিয়ে বাংলাদেশ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ টেস্ট ক্রিকেটের ভবিষ্যত্ কী হবে—এ আলোচনাতেই সরগরম হয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব। এই ডামাডোলের মধ্যেই শুরু হলো বাংলাদেশ-শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজ। সোমবার মিরপুরে প্রথম টেস্টের শুরুতেই টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স দেখিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ টেস্ট দলে জায়গা করে নিয়েছেন শামসুর রহমান। আর পূর্বপরিকল্পনা অনুযায়ী তিন পেসার নিয়েই মিরপুর টেস্ট শুরু করেছে বাংলাদেশ।

টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৫ রান। উইকেটে আছেন দুই ওপেনার তামিম ও শামসুর।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, নাসির হোসেন, সোহাগ গাজী, রবিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন।

শ্রীলঙ্কা দল: কুশল সিলভা, দিমুথ করুনারতেœ, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), কিথুরুয়ান ভিথানাগে, দিলরুয়ান পেরেরা, শামিন্দা ইরাঙ্গা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমল।