বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > সারাদেশ > ত্রাণ নিয়ে কেউ আত্মীয়করণ করবেন না: এমপি মনোরঞ্জন শীল গোপাল

ত্রাণ নিয়ে কেউ আত্মীয়করণ করবেন না: এমপি মনোরঞ্জন শীল গোপাল

শেয়ার করুন

বীরগঞ্জ প্রতিনিধি ॥
দিনাজপুর:দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে কর্মহীন সাধারণ মানুষের ত্রাণ নিয়ে কেউ আত্মীয়করণ করলে কাউকে ছাড় দেয়া হবে না। সাধারণ খেটে খাওয়া একজন মানুষও যেন অনাহারে না থাকে সেদিকে তৃণমূল পর্যায় থেকে তাদের খোঁজখবর রাখতে হবে।
গতকাল সোমবার বিকেলে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় পরিষদ সভাকক্ষে ‘উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভায়’ তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
এর আগে একই দিন বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নে কর্মহীন সাধারণ মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন এমপি গোপাল।