শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গ্রেফতার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গ্রেফতার

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
দুর্নীতির দায়ে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন-হে গ্রেফতার করা হয়েছে। আদালত গ্রেফতারের নির্দেশ দেয়ার পর ৬৫ বছর বয়সী গিউন-হেকে গ্রেফতার করে রাজধানী সিউলের একটি কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এ নিয়ে দক্ষিণ কোরিয়ার সাবেক তিন প্রেসিডেন্ট গ্রেফতার হলেন।

হে’র বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার বান্ধবী চই সুন-সিলকে বড় অংকের আর্থিক সুবিধা পাইয়ে দেয়ার। রাজনৈতিক সুবিধার বিনিময়ে স্যামসাংসহ অন্যান্য কোম্পানির কাছ থেকে তার বান্ধবী সুন-সিল চাঁদা আদায় করেছেন।

অভিযোগের দায়ে চলতি মাসের শুরুতে ক্ষমতা হারানো হে তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন। ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি গোপন তথ্য ফাঁস করার অভিযোগে সিউলের কেন্দ্রীয় আদালতে হে’র বিরুদ্ধে অভিযোগ করা হয়।

গ্রেফতারের পর জাতীয় পতাকা হাতে প্রায় ৫০ জন লোক তার এর মুক্তির দাবি জানিয়েছেন। আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের আগে ২০ দিন পর্যন্ত হে-কে আটক রাখা যাবে। অভিযোগগুলো প্রমাণিত হলে তার অন্তত ১০ বছরের কারাদণ্ড হবে।