শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > তথ্যপ্রযুক্তি > দক্ষিণ কোরিয়ায় স্মার্টফোন নিষিদ্ধ!

দক্ষিণ কোরিয়ায় স্মার্টফোন নিষিদ্ধ!

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥ সবার জন্য নিষিদ্ধ হচ্ছে না। তবে তথ্য ফাঁস ঠেকাতে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে স¤পৃক্তদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটি। স্মার্টফোনের মাধ্যমে প্রতিরক্ষা স্থাপনার বিভিন্ন তথ্য ও নকশা উল্লেখযোগ্য হারে চুরি যাওয়া নিয়ন্ত্রণে এ ব্যবস্থা গ্রহণ করল সিউল। আইনটি জুলাইয়ের ১৫ তারিখ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে যারা দক্ষিণ কোরিয়ার নির্মিত স্মার্টফোন ব্যবহার করেন, তারা এখনও প্রতিরক্ষা স্থাপনার মধ্যে ফোনকল ও মেসেজ পাঠাতে পারবেন। তবে যেসব কর্মী অ্যাপলের আইফোন ব্যবহার করেন, তারা শুধু ফোনকল ও মেসেজ রিসিভ করতে পারবেন। প্রতিরক্ষা স্থাপনায় ভ্রমণকারী ও দর্শনার্থীরা কোনো স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না বলেও এ প্রতিবেদনে জানানো হয়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আইনটি এখন শুধু পরীক্ষামূলকভাবে প্রণয়ন করা হয়েছে। তবে অচিরেই এটিকে একটি স্থায়ী রূপ দেয়া হবে বলেও জানানো হয়। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োন হ্যাপ নিষিদ্ধের ঘটনাটি নিশ্চিত করে। সম্প্রতি নতুন পাস হওয়া মোবাইল ডিভাইস নিয়ন্ত্রণ আইনের আওতায় এ ব্যবস্থা নেয়া হবে বলে পত্রিকাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা এটি ব্যবহারের অনুমতি পাবেন, তাদের ক্ষেত্রেও একটি বিশেষ সফটওয়্যার ইন্সটল করার জন্য বলা হয়েছে। সফটওয়্যারগুলো স্মার্টফোনের বিভিন্ন উল্লেখযোগ্য ব্যবস্থা প্রতিরক্ষা স্থাপনার মধ্যে অচল করে দেবে। এর মধ্যে স্মার্টফোনগুলোর ইন্টারনেট ব্যবস্থা, ক্যামেরা ও কম্পিউটিং ব্যবস্থা অন্যতম।