শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার পরিকল্পনা

দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার পরিকল্পনা

শেয়ার করুন

আন্তজার্তিক ডেস্ক ॥
চীনকে সতর্ক করতে ব্যাপক সামরিক মহড়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। চীনের সামরিক কর্মকা-কে প্রতিহত করতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আগামী নভেম্বরের শুরুতে এ মহড়া হবে বলে জানিয়েছেন। বৃহস্পতিবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

মাইক পেন্স বলেন, চীনের অপ্রত্যাশিত হয়রানিকে প্রতিহত করতেই যুক্তরাষ্ট্র মহড়া চালাবে। নিজ দেশের স্বার্থে এ মহড়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে না বলে তিনি জানান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের দেওয়া তথ্যানুযায়ী, দক্ষিণ চীন সাগরে চীনের দাবিকৃত অংশ ও তাইওয়ানের পাশ দিয়ে যাওয়া উড়োজাহাজ ও জাহাজগুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। সম্প্রতি দক্ষিণ চীন সাগরকে ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছেই। মিডিল ইস্ট মনিটর