বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > খেলা > দলের প্রস্তুতিতে খুশি ক্রুইফ

দলের প্রস্তুতিতে খুশি ক্রুইফ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেন লোডভিক ডি ক্রুইফ। শুক্রবার ঢাকায় পৌঁছে বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ক্যাম্পে এসে দলের প্রস্তুতি দেখে সন্তুষ্টি প্রকাশ করলেন এই ডাচ।

দলের এই প্রধান কোচ বললেন,‘ফিজিক্যাল ট্রেনার মোহাম্মেত ইয়ামালিকে এখানে দেখে আমি খুব খুশি। রেনে কোস্টার ও সে কদিন আগে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। যখন আমরা এখানে এসেছিলাম এবং নেপালে এএফসি চ্যালেঞ্জ কাপ কোয়ালিফায়ার্সে খেলতে গিয়েছিলাম তখন লক্ষ্য করেছিলাম খেলোয়াড়দের মধ্যে শারীরিক সমস্যা আছে। আমাদের মতে পেশাদারিত্বের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলতে খেলোয়াড়দের মন ও শরীরকে প্রস্তুত করতে হবে। এ কারণে দলের সঙ্গে ফিজিক্যার ট্রেনারকে পেয়ে ভালো লাগছে।’

প্রাথমিক দলের ৩৫ জন থেকে ২৩ জন বাছাই করে মূল প্রস্তুতি শুরু করবেন জানালেন ক্রুইফ,‘এখন থেকে টেকনিক্যাল ও কৌশলি দিক নিয়ে আমরা কাজ করব। এখন ৩৫ জন খেলোয়াড় আছে, এর মধ্যে একজন দেশে ফিরেছে। চোটাক্রান্ত তিনজনের একজন লিংকন রোববার ফিরবে। এখন সময় খেলোয়াড় বাছাইয়ের। পরের সপ্তাহে ২৩ জন বাছাই করে থাইল্যান্ডে ট্রেনিং ক্যাম্প গড়ব এবং সেখানে দুটি ম্যাচ খেলে ফিরে আসব।’

কদিন আগে সুপার কাপ হওয়ায় খেলোয়াড় চেনা সহজ হয়ে গেছে জানালেন এই ডাচ কোচ,‘সুপার কাপের পাঁচদিনে আমরা নয় ম্যাচ দেখেছি। এতে করে খেলোয়াড়দের সম্পর্কে ভালো ধারণা হয়েছে। তাদের গুণ জানতে পেরেছি।’