শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > ‘দল মতের উর্ধ্বে উঠে জনগণের সেবা করুন’

‘দল মতের উর্ধ্বে উঠে জনগণের সেবা করুন’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ চার সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচিত প্রতিনিধি হিসাবে দল মতের ঊর্ধ্বে উঠে জনগণের সেবা করবেন। গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে স্ব স্ব দায়িত্ব পালন করবেন, যাতে জনগণের কোনো অসুবিধা না হয়। তিনি বলেন, দলের প্রতি আপনাদের আনুগত্য থাকবে ঠিকই। তবে আপনারা শপথ নিয়েছেন, তাই জনগণের দায়িত্ব পালন করতে হবে। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রথমে কাউন্সিলরদের শপথ পড়ান। এরপর প্রধানমন্ত্রী নতুন চার মেয়রকে শপথ পড়ান। গত সাড়ে চার বছরে চার সিটিতে ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে প্রধামন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকরা বজায় রাখার জন্য আপনাদের কাছে আমি আহ্বান জানাই। তিনি বলেন, দলীয় সরকারের অধীনেও যে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব- চার সিটিতে সরকার তা প্রমাণ করতে পেরেছে।
এসময় অন্যদের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।