শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > দিনাজপুরে প্রধানমন্ত্রী > ‘বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বিক সহায়তা দেওয়া হবে’

দিনাজপুরে প্রধানমন্ত্রী > ‘বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বিক সহায়তা দেওয়া হবে’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

বন্যার পানি নেমে গেলে রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামোর সংস্কার শুরু করা হবে, এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২০ আগস্ট) দেশের উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জানা যায়, বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করবেন। ত্রাণ বিতরণ শেষে বিকেলে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী ।

উল্লেখ্য, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে এ পর্যন্ত দেশের ৩০ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৮ লাখ ৪৬ হাজার ৬২০ মানুষ। মৃত্যু হয়েছে ৯৮ জনের। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের বন্যায় ১৮ লাখ ৮৫ হাজার ৫৮৯ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত এক সপ্তাহে কুড়িগ্রামে ১৮ জন, লালমনিরহাটে ৬ জন, সুনামগঞ্জে ২ জন, নেত্রকোনায় ২ জন, নীলফামারীতে ৮ জন, গাইবান্ধায় ৪ জন, সিরাজগঞ্জে ৪ জন, দিনাজপুরে ৩০ জন, জামালপুরে ৯ জন, ঠাকুরগাঁওয়ে ১ জন, নওগাঁয় ৪ জন, যশোর ৩, শেরপুর ৩, মৌলভীবাজার ২, কুমিল্লা ২, সব মিলিয়ে মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে।