শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ , ১৩ই বৈশাখ, ১৪৩১ , ১৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > দীপিকার কাছে যা সবচেয়ে কঠিন

দীপিকার কাছে যা সবচেয়ে কঠিন

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥ একজন অভিনয় শিল্পীর জন্য সবচেয়ে কঠিন কাজ হলো কমেডি চরিত্রে অভিনয় করা-এমনটাই মনে করেন বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখার পর এ পর্যন্ত অনেক ধরনের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন দীপিকা। দীপিকা-শাহরুখ জুটির সদ্য মুক্তিপ্রাপ্ত ‘চেন্নাই এক্সপ্রেস’ও মুক্তির পরই আলোড়ন সৃষ্টি করেছে।
দীপিকার মতে অন্য যে কোনো চরিত্রের তুলনায় কমেডি চরিত্রে অভিনয় কঠিন। দীপিকা বলেন, ‘কমেডি চরিত্রে অভিনয় খুবই কঠিন কাজ। কারণ এ ক্ষেত্রে সময় জ্ঞান থাকাটা খুবই জরুরি। রসবোধ থাকাটাও গুরুত্বপূর্ণ। একটু এদিক ওদিক হলেই পুরো মজাটা মাটি হয়ে যেতে পারে।’
‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় দীপিকা কমেডি চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটির নাম মিনা। দীপিকার ভাষ্য অনুযায়ী এই চরিত্রের জন্য তামিল উচ্চারণ রপ্ত করা ছিল তার জন্য সবচেয়ে কঠিন কাজ।
তিনি বলেন, ‘আমার জন্য চরিত্রটি কঠিন ছিল। কারণ আমাকে তামিল উচ্চারণে হিন্দি বলতে হয়েছে। তবে বিষয়টি নিয়ে পরিচালকের সঙ্গে খোলাখুলিভাবে কথা বলায় কাজটি করতে পেরেছি আমি।’ আর তাই দীপিকা এর পুরো কৃতিত্বই দিয়েছেন পরিচালক রোহিত শেঠিকে। এর আগে তিনি ‘গোলমাল’ এবং ‘বোল বচ্চন’-এর মতো সাড়া জাগানো কমেডি সিনেমা নির্মাণ করেছেন।