মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ , ৩রা বৈশাখ, ১৪৩১ , ৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > দুই রিয়ার ক্যামেরার ফোন

দুই রিয়ার ক্যামেরার ফোন

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা : গত সপ্তাহে শেষ হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে চীনের প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াহুয়ে নতুন ফোন বাজারে আনার ইঙ্গিত দিয়েছে। এই ফোনটির মডেল পি৯। এই ফ্লাগশিপ ফোনটি চলতি বছরের জুনের আগেই প্রযুক্তি বাজারে আসতে পারে। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এর রিয়ারে ১২ মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা রয়েছে।

গত বছরের শেষ দিক থেকেই রিয়ারে দুটি ক্যামেরা ব্যবহার হওয়া শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় হুয়াহুয়ের পি৯ এও থাকছে ১২ মেগা পিক্সেলের ডুয়েল ক্যামেরা। ডুয়েল ক্যামেরার ছবি সহ নতুন এই ফ্ল্যাগশিপ মোবাইলটির কয়েকটি ছবি টেকনোলজি ওয়েবসাইটগুলোতে প্রকাশ পেয়েছে।

৫.২ ইঞ্চির এইচডি ডিসপ্লের সঙ্গে ফোনটিতে থাকবে ৩ জিবি র‌্যাম। তবে ৪ জিবির র‌্যামেও ফোনটি পাওয়া যেতে পারে। এতে কিরিন ৯৫৫ চিপসেটটি পি৯ এ ব্যবহৃত হতে পারে। অ্যানড্রয়েডের মার্সম্যালো অপারেটিং সিস্টেমে ফোনটি পরিচালিত হবে। ফোনটির বিল্ট ইন মেমোরি সম্পর্কে কোন তথ্য দেয়া হয়নি।

হুয়াহুয়ে অফিশিয়াল ভাবে এই ফোনের মূল্য ঘোষণা করে নি। পরিপূর্ণ ফোনের ফিচার সম্পর্কে জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে ফোনের রিয়ারে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।