শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > দু’দিনে গ্রেফতার সাড়ে ৪ হাজার

দু’দিনে গ্রেফতার সাড়ে ৪ হাজার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ ২৫ অক্টোবর রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় গত কয়েক দিন ধরে দেশব্যাপী গণগ্রেফতার চলছে। গত দু’দিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহর ও বিভিন্ন জেলায় বিএনপি, জামায়াত ও এর অঙ্গসংগঠনের সাড়ে চার হাজারের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ হেডকোয়াটার্স সূত্রে জানা গেছে। এর মধ্যে মঙ্গলবার ২ হাজার একশ’ এবং বুধবার ২ হাজার তিনশ’রও বেশি। গতকালও রাজধানীসহ সারা দেশে গ্রেফতার অভিযান চলছে বলে খবর পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে কিছু সংখ্যক বিভিন্ন মামলার আসামি বয়েছে। এর মধ্যে অধিকাংশই বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী।
সূত্র জানায়, ২৫ অক্টোবরকে ঘিরে বিএনপি জামায়াত-শিবিরের নেতাকর্মীরা যেনো কোনো বড় ধরনের নাশকতা ও সহিংসতা সৃষ্টি করতে না পারে এর জন্য বিরোধীদলীয় নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। কার্যত বিএনপির-জামায়াতের আন্দোলনকে দমাতে এমন পথ বেছে নিয়েছে সরকার।
অন্যদিকে, গতকাল সকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু সচিবালয়ে তার নিজ দফতরে দেশব্যাপী গণগ্রেফতারের কথা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, এটি ভিত্তিহীন ও বানোয়াট। আইনশৃঙ্খলা বাহিনীর স্বাভাবিক অভিযান চালিয়েছে।
এদিকে সকালে বিএনিপর যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, ২৫ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে ১২৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ৮৫০ জন নেতাকর্মীর বাসায় পুলিশ হানা দিয়েছে।