শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > দেখিনি দুইটি মাস সূর্যের মুখ!

দেখিনি দুইটি মাস সূর্যের মুখ!

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ফিনল্যান্ড: ফিনল্যান্ডের উত্তরাঞ্চলে শহর উত্সইয়কিতে প্রায় দুই মাস সূর্য একবারের জন্যও দেখা যায় না। এ শহরটির অবস্থান সীমান্তবর্তী দেশ নরওয়ের পাশেই। অনেকের কাছে এ ঘটনা অবিশ্বাস্য হলেও উত্তর গোলার্ধের দেশ ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের মানুষের জন্য এটাই সত্য। তারা গাল ফুলিয়ে বলতে পারেন, দেখিনি দুইটি মাস সূর্যের মুখ!

এ ঘটনা সম্পর্কে ফিনিশ মিটিওরোলজিকাল ইনস্টিটিউট জানায়, ফিনল্যান্ডের উত্তরাংশের সর্ব উত্তরের শহর উতস্ইয়কিতে সর্বশেষ সূর্যোদয় হয়েছিল ২৬ নভেম্বর দুপুর ১১টা ৫১ মিনিটে, তাও মাত্র ১৫ মিনিট ১১ সেকেন্ডের জন্য।

উত্সইয়কি অধিবাসীদের সূর্যের জন্য অপেক্ষা করতে হবে আগামী বছরের ১৭ জানুয়ারি পর্যন্ত, আর ওই দিনটির দৈর্ঘ্য হবে মাত্র ৫০ মিনিট ১১ সেকেন্ড। অর্থাৎ সূর্য উঠবে দুপুর ১১টা ৫৬ মিনিটে, আবার সূর্য অস্ত যাবে দুপুর ১২টা ৪৭মিনিটে।

তবে ফিনল্যান্ডে এ বছর প্রকৃত মধ্যরাতের অন্ধকার দেখা যাবে ২২ ডিসেম্বর মঙ্গলবার। এর ফলে এ সময়ে অন্ধকারে নিমজ্জিত থাকে দিনরাত। একইভাবে গরমের সময় এ অঞ্চলে বছরে দুই-আড়াই মাস সূর্য কখনোই সম্পূর্ণ অস্ত যায় না।

প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে এই অসাধারণ মহাজাগতিক দৃশ্য দেখাতে আসেন। রাতে সূর্যের আলো দেখা সত্যিই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।

তেমনি আবার শীতের ওই একটানা দুই মাস যখন সূর্যই ওঠে না তখন এলাকাবাসীর জন্য বরাদ্দ থাকে ভয়ঙ্কর শীতেরাতের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা।