শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > দেশের মানুষকে পাশে চাইলেন সাকিব

দেশের মানুষকে পাশে চাইলেন সাকিব

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ ঘরের মাঠে অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সেরা ক্রিকেট খেলেই দেশের সম্মান রক্ষা করতে চান জাতীয় দলের অন্যতম স্তম্ভ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাছাড়া ভালো কিছু করার জন্য দেশের মানুষকে সবসময় পাশে থাকতে আহ্বান জানিয়েছেন সাকিব।

সোমবার সকাল ১১টায় হোটেল সোনারগাঁওয়ে আইসিসি ওপেন রাউন্ডে সাংবাদিকদের এসব কথা জানান সাকিব। শুধু তাই নয়, নিজেদের মাটিতে সেরা ক্রিকেট খেলেই ভালো কিছু করতে চান জাতীয় দলের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সাকিব বলেন,‘ঘরের মাটিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দেশের মানুষের অনেক চাওয়া আছে। তাছাড়া এটা খেলোয়াড়দের জন্যও অনেক বড় পাওয়া। জানিনা আবার কবে আমাদের দেশে বিশ্বকাপ হবে। তাই এখানে ভালো কিছু করার আলাদা একটা তাগিদ থাকবে আমাদের।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে সাকিবের ভাষ্য,‘দেশের মানুষকে সবসময় ক্রিকেটের পাশে থাকতে হবে। আর তাছাড়া সবসময় জয় প্রত্যাশা করাও ঠিক নয়। তবে আমাদের পাশে থাকলে অনেক কিছু করা সম্ভব। ক্রিকেটাররাও তো সবসময় ভালো করার চেষ্টা করে। দেশের জন্য ভালো কিছু করতে চায়। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের সবাইকে পাশে থাকতে হবে। এটা শুধু খেলোয়াড়দের জন্য নয়, দেশের ভালোর জন্য করতে হবে।’

জাতীয় দলের ক্রিকেটারদের প্রাফরম্যান্স ও টি-টোয়েন্টিতে দলের প্রত্যাশা নিয়ে সাকিব বলেন,‘আমরা শ্রীলঙ্কা সিরিজ ও এশিয়া কাপে ভালো খেলেও জয় পাইনি। আসলে জয়টা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন ছিল। তবে টি-টোয়েন্টিতে অবশ্যই ভালো কিছু করতে চাই। জয় দিয়েই বিশ্বকাপ শুরু করতে চাই। আর প্রথম রাউন্ড উতরিয়েই পরের রাউন্ডে নাম লেখাতে চাই। তাই আমাদের প্রথম লক্ষ্য হবে দ্বিতীয় রাউন্ডে ওঠা।’

এশিয়া কাপে যে আফগানিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ- সেই একই দলের বিপক্ষেই বিশ্বকাপ অভিযান শুরু করবে টাইগাররা। তাই বিষয়টি নিয়ে কোন চাপ থাকবে কি না জানতে চাইলে সাকিব বলেন, ‘আমি এখানে কোন চাপ দেখছি না। আর চাপের কিছু নেইও। টি-টোয়েন্টি একটি ভিন্ন খেলা।’ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ দলের প্ল্যান কি?- এই প্রশ্নের জবাবে সাকিব জানান, ‘ রোববার রাতে একটি মিটিং হয়েছে। আমরা কাছে মনে হয়েছে সবাই ভালো করার জন্য প্রস্তুত। এশিয়া কাপ ও শ্রীলঙ্কা সিরিজের কথা নিয়ে কেউ ভাবছে না।’ নিজের পরিকল্পনা নিয়ে তিনি বলেন,‘আমার কোন পরিকল্পনা নেই। নিজের মতো করেই খেলব। তবে নিজের মাঠে এতো বড় একটা টুর্নামেন্ট অবশ্যই ভালো কিছু করতে চাইব।’ বাংলামেইল২৪ডটকম