শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > জাতীয় > দেশের মানুষ জুলুম নির্যাতন থেকে মুক্তি পেতে চায় ॥ মেয়রপ্রার্থী অধ্যাপক এম.এ মান্নান

দেশের মানুষ জুলুম নির্যাতন থেকে মুক্তি পেতে চায় ॥ মেয়রপ্রার্থী অধ্যাপক এম.এ মান্নান

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ তারিখ ঃ ১ জুলাই’১৩
দেশের মানুষ জুলুম নির্যাতন থেকে মুক্তি পেতে চায়। জিসিসি নির্বাচনের সিঁড়ি দিয়ে যেতে হবে আগামী সংসদ নির্বাচনে। দেশের মানুষ তাকিয়ে আছে এ নির্বাচনের দিকে। আমাদের সকলের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আগামী ৬ জুলাই নির্বাচনের মাধ্যমে গাজীপুর সিটিবাসী এ সরকারকে দাঁত ভাঙা জবাব দিবে ইনশাল্লাহ।

আজ সকাল ১১টার দিকে মহানগরের ন্যাশন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার আয়োজনে ১৮ দলীয় জোট মেয়রপ্রার্থীর সমর্থনে এক সংবাদ সম্মেলনে জোটের প্রার্থী অধ্যাপক এম. এ মান্নান উপরোক্ত কথা গুলো বলেন।
সাবেক পৌর শাখার সভাপতি খায়রুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর জেলাশাখার আমির আবুল হাসেম খান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ এস.এম ছানাউল্লাহ, ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হান্নান মিয়া হান্নু, সদর উপজেলার আমির হোসেন আলী, জেলা বায়তুল মাল সম্পাদক নাছরুল্লাহ, ডুয়েট শাখার শিবির সভাপতি বাহাদুর হোসেন, জেলা শিবিরের সভাপতি আবু নাঈম মোল্লা, জামায়াতের জেলা কর্মপরিষদের সদস্য তানভির হোসাইন, বাড়িয়া ইউপি সদস্য মাও. শফিকুল ইসলাম, জামায়াত নেতা সাদেকুজ্জামান প্রমুখ।

এম.এ মান্নান আরো বলেন, ১৪ দলীয় জোট প্রার্থীর মাঠের অবস্থা ভাল নেই। বুঝে গেছেন তাঁরা। সুতরাং দলীয় সরকার তাদের প্রার্থীকে জয়ী করার জন্য মরিয়া হয়ে উঠছে। এ সরকার বিভিন্ন মুখী ষড়যন্ত্র করছে। ভোটের দিন আপনারা প্রতিটি ভোট কেন্দ্র ছিরিয়াস নজরধারীতে রাখবেন। জনগণকে সাথে নিয়ে এসব ষড়যন্ত্র কঠোর হস্তে মোকাবেলা করবেন।

জেলা আমির আবুল হাসেম বলেন, এ দেশ মুসলমানের দেশ। এ দেশে নাস্তিকতা চলবে না। এ দেশের মুসলমানদের উপর জুলুম-নির্যাতন চালিয়ে নাস্তিকদের পৃষ্ঠপোষকতা করছে সরকার। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৮ দলীয় জোটপ্রার্থী অধ্যাপক এম. এ মান্নানকে টেলিভিশন মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করে নাস্তিকদের পৃষ্ঠপোষকতার দিয়ে ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে হবে।