শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > তথ্যপ্রযুক্তি > দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৪ কোটি

দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৪ কোটি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
দেশে এখন মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৪ কোটি ছাড়িয়েছে। বিটিআরসির ওয়েবসাইটের সর্বশেষ হালনাগাদ থেকে এসব তথ্য জানা গেছে।

বিটিআরসি ওয়েবসাইট মতে, ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ছিল ১৪ কোটি ৪ লাখ ১৩ হাজার। যার মধ্যে গ্রাহক সংখ্যার শীর্ষে রয়েছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা ৬ কোটি ৩ লাখ ৮৮ হাজার।

দ্বিতীয় অবস্থানে আছে রবি। এর গ্রাহক সংখ্যা ৪ কোটি ১২ লাখ। বাংলালিংক আছে তৃতীয় অবস্থানে। যার গ্রাহক সংখ্যা ৩ কোটি ৩২ লাখের কিছু বেশি। সর্বশেষ অবস্থানে আছে টেলিটক। প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা ৩২ লাখ।

কারিগরি প্রতিবন্ধকতার কারণে সিটিসেলের গ্রাহক সংখ্যা উল্লেখ করা হয়নি বলে জানিয়েছে বিটিআরসি।

এই তালিকা তৈরির ক্ষেত্রে যারা বিগত ৯০ দিনের মধ্যে একবার হলেও সিম চালু করে হলেও ভয়েসকল, ইন্টারনেট কিংবা এসএমএস করেছেন তাদের অন্তর্ভ্ক্তু করা হয়েছে।