বুধবার , ১৭ই এপ্রিল, ২০২৪ , ৪ঠা বৈশাখ, ১৪৩১ , ৭ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > দেশে শতকরা ৪৮ ভাগ বেকার

দেশে শতকরা ৪৮ ভাগ বেকার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

স্বল্প ও নিম্ন আয়সহ বেকার জনগোষ্ঠীর জন্য রেশন ব্যবস্থা চালু করার দাবি করেন বাংলাদেশ যুব মৈএী সংগঠন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করার জন্য এক মানববন্ধনে সংগঠনটির নেতা কর্মীরা এই দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে প্রায় ৪৮ জন বেকার খাতায় নাম লিখাচ্ছে, তার মধ্যে প্রতি নিয়ত বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দেশের সরকার কি জনগণের কথা ভাবছে না? জনগণের পেটে লাথি মেরে আপনারা ক্ষমতার জোড় দেখাবেন, তা তো কেউ মেনে নেবে না। দেশের কথা চিন্তা করলে চালের এমন দাম কখনোই করার চিন্তা করতেন না।

ক্ষোভ প্রকাশ করে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তৈয়ব বলেন,অর্থমন্ত্রী নাছরবান্দা তিনি বলেন ভ্যাট কমাবেন না। তিনি তার সিদ্ধান্তে অটল। বর্তমানে হাজারো শিক্ষিত বেকার রয়েছে, যারা কোন কাজ পাচ্ছেন তাদের জন্য বেকার ভাতা ঠিক করতে হবে দেশের সরকারের।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, সম্পা আলিখান কলিম, উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় সভপতি তৈয়বসহ সংগঠনটির নেতা কর্মীরা।