বৃহস্পতিবার , ১৮ই এপ্রিল, ২০২৪ , ৫ই বৈশাখ, ১৪৩১ , ৮ই শাওয়াল, ১৪৪৫

হোম > শীর্ষ খবর > দেড় দশকের মধ্যে চলতি অর্থবছরে রফতানি প্রবৃদ্ধি সবচেয়ে কম

দেড় দশকের মধ্যে চলতি অর্থবছরে রফতানি প্রবৃদ্ধি সবচেয়ে কম

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
চলতি অর্থবছরের ১১ মাসে তৈরি পোশাক খাতের রফতানিতে ‘নিটেড গার্মেন্টস ’ খাতে কিছুটা প্রবৃদ্ধি হলেও ওভেন গার্মেন্টস খাতে তা উল্লেখযোগ্য হারে কমেছে। অর্থবছরের বাকি একমাসে নেতিবাচক প্রভাব কাটানো যাবে না বলে জানিয়েছে বাংলাদেশের রফতানি উন্নয়ন ব্যুরো। আজ (১০ জুলাই) ঢাকায় এ সংক্রান্ত  একটি প্রতিবেদন প্রকাশ করবে সংস্থাটি।

বিদায়ী অর্থবছরে পোশাক খাতের রফতানি প্রবৃদ্ধি বিষয়ে বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে সেন্টার ফর পলিসি ডায়লগের ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, গত ১১ মাসে রফতানি প্রবৃদ্ধি হয়েছে ৩.৭ শতাংশ। পুরো অর্থবছর হিসেব করলে তা এর থেকেও কমে যাবে। এর কারণ হিসেবে তিনি বলেন, তৈরি পোশাক খাতে গতবছরের জুনে তৈরি সংকট। ফলে গত দেড় দশকের তুলনায় চলতি অর্থবছরে রফতানি প্রবৃদ্ধি সবচেয়ে কম হবে।

প্রবৃদ্ধি এত কমে যাওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, প্রবৃদ্ধি কমে যাওয়া কয়েকটি কারণের মধ্যে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে চলতি অর্থবছরে আমাদের প্রধানতম রফতানি বাজার ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশর রফতানি পণ্যের মূল্য হ্রাস। ফলে যেটুকু প্রবৃদ্ধি তা অডিওম প্রিভেন, প্রাইজ প্রিভেন নয়। সুতরাং গড় মূল্যপতনই প্রধান কারণ। অন্য একটি কারণ হচ্ছে, প্রতিযোগী সক্ষমতায় আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, ইউরোপীয় ইউনিয়নের ক্যাম্বোডিয়া এদের পেছনে পড়ে যাচ্ছি।

তিনি বলেন, আমাদেরকে মেনে নিতে হবে এর পরে যা প্রবৃদ্ধি হবে তা মূলত উৎপাদন নির্ভর। এখন জবলেস গ্রোথের দিকে যেতে হবে। উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। সূত্র : বিবিসি বাংলা