শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > রাজনীতি > দৌলতখানে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে আহত ২০

দৌলতখানে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে আহত ২০

শেয়ার করুন

ভোলা প্রতিনিধি ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলার দৌলতখান উপজেলার আবি আব্দুল্লাহ কলেজে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ছাত্রদলের হান্নান, রাসেল, পাভেল, ইব্রাহিম ও সাগর এবং ছাত্রলীগের সাহাবুদ্দিন ও মন্নানের নাম জানা গেছে।
সোমবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে এইচএসসি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মিছিল করে উপজেলা ছাত্রদলের সেক্রেটারি জহিরুল ইসলামের নেতৃত্বে কলেজ শাখা ছাত্রদলের একটি গ্রুপ। এসময় মিছিলে বাধা দেন কলেজ শাখার ছাত্রলীগের সাহাবুদ্দিন ও মন্নানের নেতৃত্বে ছাত্রলীগের একটি গ্রুপ। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের ২০ জন আহত হন।
এ ঘটনা নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে ফের সংঘর্ষের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী জানান, বর্তমানে পরিস্তিতি শান্ত রয়েছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। শিক্ষকদের ক্লাস চালিয়ে যেতে বলা হয়েছে।