শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > দৌলতপুর সীমান্ত থেকে দুই স্কুল ছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ

দৌলতপুর সীমান্ত থেকে দুই স্কুল ছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ

শেয়ার করুন

জেলা প্রতিনিধি ॥
কুষ্টিয়া প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরের পাকুড়িয়া সীমান্ত থেকে আজম আলী (১৫) ও মামুন (১৫) নামে দু’জন স্কুল ছাত্রকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যায়।

বিজিবি সূত্র জানায়, আজম আলী পাকুড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এবং মামুন পাকুড়িয়া ভাংগাপাড়া গ্রামের একরাম হোসেনের ছেলে ও ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। তারা দু’জন সীমান্ত পিলার সংলগ্ন তাদের জমিতে কাজ করার সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার কৃষাণ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা ধরে নিয়ে আটকিয়ে রাখে।

বিএসএফ’র হাতে বাংলাদেশী দু’স্কুল ছাত্র আটকের খবর পেয়ে ৩২বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ স্থানীয় ঠোটারপাড়া বিজিবি ক্যাম্পের অধিনায়ক হাবিলদার সামসুল আলম এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফ’র নিকট পত্র পাঠিয়েছে। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত বিএসএফ পত্রের জবাব দেয়নি বলে বিজিবি সূত্র জানিয়েছে।