বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > তথ্যপ্রযুক্তি > ধনীরাই ফেসবুকে বেশি থাকেন

ধনীরাই ফেসবুকে বেশি থাকেন

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥ ধনীরাই ফেসবুকে সবচেয়ে বেশি তথ্য বিনিময় করে। যুক্তরাষ্ট্রের পারডু ইউনিভার্সিটির পরিচালিত গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। এ গবেষণায় উল্লেখ করা হয়, সোশ্যাল মিডিয়ায় ধনী ব্যবহারকারীর সবচেয়ে বেশি তথ্য বিনিময় করে। এখানে অর্থনৈতিকভাবে দুর্বল ব্যবহারকারীরা তুলনামূলকভাবে তেমন তথ্য বিনিময় করে না। গবেষণাটি পরিচালিত হয় ২,৩৫৯ কলেজ শিক্ষার্থীর ওপর। সেখানে দেখা যায়, উচ্চবিত্ত এবং তার চেয়ে একটু কম আয়ের শিক্ষার্থীরা সমান সংখ্যক সময় ফেসবুকে ব্যয় করে। কিন্তু কম আয়ের শিক্ষার্থীরা চ্যাটিং, প্রাইভেট মেসেজ দেয়া এবং জবাব দেয়ায় তেমন আগ্রহ দেখায় না। পারডু ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক রেনল জানকো এ গবেষণার ফলাফল প্রসঙ্গে বলেন, আসলে বিনিময়ের মাধ্যমে খুব বড় কিছু পাওয়া যায়। এটা কোনো বড় বিষয় না যে তারা কিছু শেয়ার করতে চায় না। তবে আমরা বোঝাতে চেয়েছি শেয়ার করার মাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকলে মানুষের সঙ্গে মানুষের স¤পর্ক গড়ে ওঠে। এমনকি প্রযুক্তি স¤পর্কে শিক্ষার্থীরা আরও অধিক জ্ঞানার্জন করতে পারে। সোশ্যাল মিডিয়া ব্যবহারের মধ্য দিয়ে যোগাযোগ দক্ষতা বাড়ে। এর মাধ্যমে অনেক কিছুই তারা অর্জন করতে সক্ষম। তবে একই সঙ্গে অধিক সময় সোশ্যাল মিডিয়ায় কাটালে লেখাপড়ার ক্ষতি হয়।