শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > ধর্ষণের প্রতিবাদে রাস্তায় সোনম কাপুর

ধর্ষণের প্রতিবাদে রাস্তায় সোনম কাপুর

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥ দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের পর রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে মর্মান্তিকভাবে হত্যার পর ভারতজুড়ে যে গণআন্দোলন শুরু হয়েছিল সেই রেশ এখনো কাটেনি। আগুনে ঘি ঢালার মতোই আবারো নতুন করে ভারতবাসীকে স্তম্ভিত হতে হয়েছে মুম্বাইতে ফটোসাংবাদিককে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে।

এরপরে রয়েছে লাশবাহী গাড়িতে নারী পুলিশের গণধর্ষণের ঘটনাও। পাশাপাশি সংবাদপত্রগুলোতে প্রায় প্রতিদিনই ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন শহরের বহু লোমহর্ষক ধর্ষণের ঘটনা উঠে আসা এখন প্রায় নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে উঠেছে।

ভারতজুড়ে এখন এ নিয়ে সাধারণ মানুষ দেখাচ্ছে তীব্র প্রতিক্রিয়া।  ধর্ষণের প্রতিবাদে আন্দোলনে মুখর ভারতে সাধারণ মানুষের সঙ্গে এখন প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছেন বলিউডের অনেক তারকাও।

এরই ধারাবাহিকতায় সোনম কাপুরও প্রতিবাদে সরব হয়ে উঠেছেন। তবে অন্য তারকাদের সঙ্গে তার প্রতিবাদের পার্থক্য হলো, তিনি শুধু ফেসবুক বা টুইটারেই সীমাবদ্ধ না থেকে নারী ধর্ষণের প্রতিবাদ করতে সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় নেমে এসেছেন।

বৃহস্পতিবার খোদ মুম্বাইতেই ভরা সন্ধ্যায় এক পরিত্যক্ত কাপড়ের কারখানায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া ২২ বছর বয়েসী সাংবাদিকের গণধর্ষণের ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষসহ তারকা ও সাংবাদিকরাও মুম্বাই’র জগার্স পার্ক থেকে শুরু করে অ্যাম্ফি থিয়েটার কার্টার রোড পর্যন্ত হাজারো ব্যানার আর প্ল্যাকার্ড নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে তাদের তীব্র রাগ ও ােভ প্রকাশ করছেন। সোনম কাপুরও আছেন এই কাতারে।

প্রতিবাদ করতে এগিয়ে আসা সোনম কাপুর তার প্রতিক্রিয়া জানিয়েছেন এভাবেই- “আমি স্তম্ভিত। মুম্বাইতে সম্প্রতি ঘটে যাওয়া এই লজ্জাজনক ঘটনায় আমি হতচকিত হয়ে গেছি। কাপুরুষতার প্রতিফলন ছাড়া আর কিছুই নয় এগুলো।”

নিন্দনীয় এই ঘটনায় নিজের হতাশা ও রাগ প্রকাশে সাধারণ মানুষের সঙ্গে আন্দোলনে যোগ দেয়ার আগে টুইটারে ভক্তদেরও আহ্বান জানিয়েছেন তিনি পাল্টা লড়াইয়ের জন্য।