শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > শিক্ষাঙ্গন > ধর্ষণ প্রতিবাদে গাজীপুরে শিক্ষার্থীর বিক্ষোভ কর্মসূচী, স্মারকলিপি

ধর্ষণ প্রতিবাদে গাজীপুরে শিক্ষার্থীর বিক্ষোভ কর্মসূচী, স্মারকলিপি

শেয়ার করুন

স্টাফ রিুপোর্টার ॥
সারাদেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচীর সাথে ৭দফা সম্বলিত এক স্মারকলিপি পেশ করেছে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দরা।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচীর ১ম ধাপ মানববন্ধনে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের রকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফিয়া রেহনুমা হিৃদি, ক্যান্টনম্যান্ট কলেজের তৌফিক, রুহুল আমিন, শিহাব, পাবনা পলিটেকনিকের তারেক হোসেন, মহিলা কলেজের ছানিন, আরিফ কলেজের বিজয়, টঙ্গী সরকারি কলেজের রাশিদুল ইসলাম, মডেল ইনস্টিটিউট অব টেকনোলজির সজীব আহমেদ, ফাহিম, আবিদ, বাফিল ও সৌরভ।

বক্তারা স্মারকলিপিতে উল্লেখিত ৭দফা তুলে ধরার সাথে নোয়াখালী, সিলেট, সাভারসহ সারা দেশে ধর্ষণ ও নারী সহিংসতার সাথে সম্পৃক্ত সকল দোষীদের দ্রুততম সময়ের মধ্যে সবের্োচ্চ শাস্তির দাবি জানান। তারপর জেলাপ্রশাসকের কার্যালয় সম্মুখের গুরুত্বপূর্ণ রাস্তাটি প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। তারা বলে জেলা প্রশাসক মহোদয় আমাদের সাথে আন্দোলেনে এসে আমাদের দাবি মেনে নিলে আমরা অবরোধ উঠাব।

জেলা প্রশাসক বলেন, একজন কন্যাসন্তানের পিতা হিসেবে এসমস্ত ন্যাক্যারজনক ঘটনার সুষ্ঠু বিচার চাই।

বিক্ষোভ মিছিলটি জেলা জজ কোর্টের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করে।